January 12, 2025

পশ্চিমবঙ্গে কা ট মানির সরকার আর আসছে না নমিনেশন পত্র জমা দিয়ে বললেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত

1 min read

পশ্চিমবঙ্গে কাট মানির সরকার আর আসছে না নমিনেশন পত্র জমা দিয়ে বললেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত

তনময় চক্রবর্তী জোটের প্রার্থী হয়ে আমরা পাঁচজন মনোনয়নপত্র দাখিল করলাম। এই মুহুর্তটা আমার কাছে খুব ভালো লাগছে বলে জানালেন রায়গঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। তিনি এদিন মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের জানাবেন মানুষের স্বতস্ফূর্ততা যেভাবে সাড়া দিয়েছে আজ তাতে তিনি একশ শতাংশ নিশ্চিত তিনি এবারের জিতবেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। তিনি বলেন যেভাবে পশ্চিমবঙ্গে অন্যায়-অবিচার চলছে এবং দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে জনমত তৈরি হয়েছে তার প্রতিফলন মানুষ ভোটের বাক্সে করবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। মোহিত সেনগুপ্ত এদিন বলেন এবার সংযুক্ত মোর্চা নবান্ন দখল করবে তার দৃঢ় বিশ্বাস।

মোহিত বাবু বলেন কোন অবস্থাতে যদি হ্যাং ফলাফল হয় সে ক্ষেত্রে সরকার গঠন করতে যদি বিজেপি ও তৃণমূল তাদের সমর্থন চায় তাহলে কোন অবস্থাতেই তারা এ দুটি রাজনৈতিক দলকে সমর্থন করবেন না। তিনি বলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। একজন দেশ শেষ করছে অপরজন রাজ্য শেষ করছে। এ দুটি দলকে উৎখাত করার জন্য তাদের লড়াই। আগামী দিনে সংযুক্ত মোর্চা খুব ভালো ফলাফল করবে।

মোহিত সেনগুপ্ত এদিন বলেন নির্বাচন কমিশন করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে বিধিনিষেধ আরোপ করেছে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করছে এবং আগামী দিনেও করে যাবে। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন নির্বাচন নির্বাচনের মতো লড়াই করতে হবে এখানে কে ফ্যাক্টর কে ফ্যাক্টর না সেটা দেখলে হবে না। জাতীয় কংগ্রেস সবসময় নির্বাচনকে নির্বাচন বলে মনে করে। জাতীয় কংগ্রেস এবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করবে সে ব্যাপারে কোন দ্বিমত নেই। মোহিত সেনগুপ্ত বলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে কিছুই নেই। তাই আগামী দিনের উন্নয়ন করার লক্ষ্যে তার লড়াই জারি থাকবে। এখানে উন্নয়ন বলতে কিছুই নেই স্বাস্থ্যের বেহাল অবস্থা , শিক্ষার বেহাল অবস্থা, আইন-শৃংখলার বেহাল অবস্থা প্রতিবছর বন্যা হচ্ছে রায়গঞ্জ এ। যাতে বন্যা প্রতিরোধে কোন ব্যবস্থা করা যায় আগামী দিনে এই ইস্যুগুলোর উপর ভর করে তারা এই নির্বাচনে লড়াই করছেন। সরকার ১০ বছর এ কোনো কাজ করেনি। এই ১০ বছরে কোনো কাজ করেনি বলেই পশ্চিমবঙ্গ আজ রসাতলে চলে যাচ্ছে।এখানে শুধুমাত্র কাট মানি ছাড়া আর কিছু নেই। সর্বত্র কাঠ মানি তে ভরে গিয়েছে। তার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। তার দৃঢ় বিশ্বাস এবার নির্বাচনে আর এই সরকার থাকছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *