January 12, 2025

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের আজ বিক্ষোভ প্রদর্শন করলেন

1 min read

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের আজ বিক্ষোভ প্রদর্শন করলেন

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের আজ বিক্ষোভ প্রদর্শন করলেন প্রাণী বন্ধু কর্মচারীরা। প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করলেন ও গেটে তালা ঝুলিয়ে দিলেন প্রাণী বন্ধু কর্মচারীরা। তাদের দাবি জানুয়ারি মাসে যে ইন্সেন্টিভ এর টাকা একাউন্টে টাকা ঢুকে নাই । একাধিকবার আধিকারিকের সঙ্গে কথা বলেও কোন সুরাহা হয়নি ।তাই বাধ্য হয়ে

আজ এই বিক্ষোভ ও কর্মসূচি গ্রহণ করতে হলো। শেফালী দাস এক প্রাণী বন্ধু কর্মচারী জানান বিগত জানুয়ারি মাস থেকে তাদের যে টাকা সেই কাকা তোদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যায়নি যার জন্য তারা এ বিক্ষোভ দেখাচ্ছে তারা এও জানান আমাদের আর্যুন এর একাউন্টে টাকা ঢুকেছে কিন্তু 15 জনের একাউন্টে এখনো টাকা ঢোকেনি যার জন্য আমরা আজকে বাধ্য হয়েই এই বিক্ষোভ আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। চোপড়া প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের তালা ঝুলায়ে বিক্ষোভ দেখান। তারা আরও জানান দীর্ঘ কয়েক দিন ধরে আধিকারিকের সঙ্গে কথা বলেও কোন সুরাহা হয়নি। অপরদিকে ডঃ দীপক পরামানিক প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক জানান যতদূর সম্ভব চেষ্টা করা হবে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সমস্ত বিষয় জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *