January 12, 2025

কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার ভোটের প্রচারে নেমে পড়লেন

1 min read

কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার ভোটের প্রচারে নেমে পড়লেন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মার্চ:ভোটের দিন যত এগিয়ে আসছে উত্তর দিনাজপুর জেলার তফসিলি বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে গঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার সকাল থেকে রাত পর্যন্ত একনাগাড়ে প্রচারের কাজে নেমে পড়লেন।বৃহস্পতিবার প্রভাস বাবু পাড়ার বিভিন্ন সব্জিবাজার চায়ের দোকান সর্বত্রই ভোট ভিক্ষায় নেমে পড়েছেন।কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার ভোট চাইতে গিয়ে বলেন কালিয়াগঞ্জের রাধিকাপুরের টাঙ্গন নদীর উপর সেতু নির্মাণ করবার জন্য অন্য কেউ চিন্তা করেনি কোন দিন।

একমাত্র কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের দ্বারাই সম্ভব হয়েছিল।সেতু ও সড়ক নির্মাণের অর্থ তিনি কেন্দ্রের বিএডিপি দপ্তর থেকে জোগাড় করেছিলেন।রাজ্য সরকারকে কোন অর্থ দিতে হয়নি।আজ আর রেল সেতুর উপর দিয়ে রাধিকাপুরের কয়েক হাজার মানুষদের যাতায়াত করতে হয়না।নুতন সেতু ও রাস্তা করে দেওয়াই গ্রামের মানুষেরা অতি সহজেই তাদের উৎপন্ন ফসল নিয়ে বিভিন্ন হাটে বাজারে যেতে পারে।তাই কংগ্রেস নেতা প্রমথ নাথ রায়ের উত্তরশুড়ি হিসাবে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রাথী হিসাবে আমাকে আপনার ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন এই এলাকার উন্নয়নের স্বার্থে।সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকার বলেন কালিয়াগঞ্জের বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হওয়া বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ সম্পর্কে বলেন তিনি তার দেওয়া সাত টি প্রতিশ্রুতির একটিও পালন করতে পারেনি।কালিয়াগঞ্জের গ্রামে গঞ্জের কোন উন্নয়ন হয়নি বলে জানান।

সংযুক্ত মোর্চার সিপিআইএম দলের বলিষ্ঠ নেতা ভারতেন্দ্র চৌধুরী তাদের মোর্চার প্রার্থী একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ।তাই তিনি সবার কাছে আবেদন করেন সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস চন্দ্র সরকারকে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই। ।সংযুক্ত মোর্চার কংগ্রেস দলের নেতা সুজিৎ দত্ত তাদের কংগ্রেস দলের প্রাথীকে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য ভোটারদের কাছে আবেদন জানান।কালিয়াগঞ্জ বিধান সভা আসনের নির্বাচনী প্রচার এখনো পুরোমাত্রায় জমে ওঠেনি।সাশক তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ,সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস চন্দ্র সরকার জোর প্রচার শুরু করলেও বিজেপির প্রার্থী জলপাইগুড়ির ফালাকাটা থেক সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ায় বিজেপির নেতৃত্বদের সাথে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত স্তরের সমর্থকরা প্রার্থীকে মেনে নিতে না পাড়ায় তারা সবাই এখন ভোটের প্রচার বয়কট করে বসে আছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *