January 12, 2025

কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার

1 min read

কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার

তপন চক্রবর্তী, কালিযাগঞ্জ,২১, মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ (তফসিলি) বিধান সভা আসনে সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস চন্দ্র সরকার।শনিবার প্রার্থী পদ ঘোষণা হবার পরেই বুধবার কালিয়াগঞ্জ তালতলায় অবস্থিত কংগ্রেসের রাজীব ভবনে দলীয় কার্যালয়ে সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রার্থী প্রভাস সরকারকে নিয়ে সংযুক্ত মোর্চার বাম নেতা ভারতেন্দ্র চৌধুরী,দিলীপ দাস এবং কংগ্রেসের নেতা সুজিৎ দত্ত ও তুলসী জয়সোয়াল একটি সাংবাদিক সম্মেলন করেন।কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার বলেন তিনি কৃষক পরিবারের ছেলে। পেশায় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের হলদিবাড়ি এলাকায়।রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত।

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন ২০১৯ সাল থেকেই।কিছু দিন পূর্বে তৃণমূল দল থেকে পুনরায় কংগ্রেস দলে ফিরে এসেছেন।কারন তৃণমূলের মত একটি দুর্নীতিগ্রস্ত দলের সাথে পরিচ্ছন্ন মানুষ কোন ভাবেই থাকতে পারেনা।এই দলটির ছোট বড় মেজ সবাই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত হয়ে দলটি চালিয়ে থাকে। এক প্রশ্নের উত্তরে বিধায়ক প্রার্থী প্রভাস সরকার বলেন

নির্বাচনে জনতা জনার্দনের আশীর্বাদ পেলে তার প্রথম কাজ হবে কালিয়াগঞ্জের মানুষদের উন্নতমানের স্বাস্থ্য।পরিষেবা দেবার ব্যবস্থ্যা করা।বক্তব্য রাখেন সিপিআই এমের নেতা ভারতেন্দ্র চৌধরী, দিলীপ দাস,কংগ্রেসের সুজিৎ দত্ত,তুলসী জয়সোয়াল।সাংবাদিক সম্মেলনে সংযুক্ত মোর্চার সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী এবং জাতীয় কংগ্রেসের সুজিৎ দত্ত উভয়েই বলেন বিজেপি এবং তৃণমূল দল

দেশের ও রাজ্যের পক্ষে ক্ষতিকর দল তৃণমূল যেমন গত দশ বছরে রাজ্যে সস্তায় বাজি মাত করে রাজ্য কে পিছিয়ে দিয়েছে।তেমনি বিজেপি রাজ্য দখল করবার জন্য নুতন করে চেষ্টা করছে ভবিষ্যতে রাজ্যের আরো সর্বনাশ ডেকে আনবে।তাই বিজেপিন তৃণমূলকে রুখতে আমরা চেস্টা করছি সংযুক্ত মোর্চার মাধ্যমে এই রাজ্যে একটি স্বচ্ছ ভাবমূর্তির একটি সরকার গড়ার লক্ষ্যে ভোটের লড়াইয়ের ময়দানে আমরা নেমেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *