January 12, 2025

উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর-কাটিহার রুটে প্যাসেঞ্জার ট্রেন চলার সিধান্ত নিল উত্তরপূর্ব সীমান্ত রেল

1 min read

উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর-কাটিহার রুটে প্যাসেঞ্জার ট্রেন চলার সিধান্ত নিল উত্তরপূর্ব সীমান্ত রেল

তপন চক্রবর্তী, এক বছর পর আবার শুরু হতে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর-কাটিহার রুটের প্যাসেঞ্জার ট্রেন।জানা যায় ২০২০সালের মার্চ মাস থেকে এই রুটে প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করে দেওয়া হয় করোনা আবহের কারনে।

উত্তরপূর্ব সীমান্ত রেল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন দীর্ঘ একবছর বাদে আগামী ২৪শে মার্চ বিহারের কাটিহার থেকে ছেড়ে পশ্চিমবঙ্গের উত্তর প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুরে যাবে। ২৫শে মার্চ থেকে প্রতিদিন দুটি করে প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে।

প্যাসেঞ্জার ট্রেন চালুর খবর প্রকাশ হতেই হকারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।তারা বিগত এক বছর ধরে হকারের ব্যবসা বন্ধ করে রাখায় প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল।

প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে জেনে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন আমরা কালিয়াগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীরা প্যাসেঞ্জার ট্রেন আবার চালু হবার খবরে প্রচন্ড খুশি।এই কারনে রেল দপ্তরকে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *