January 12, 2025

বিজেপি-র প্রার্থী তালিকায় চার সাংসদ, তৃণমূলত্যাগীরা

1 min read

 বিজেপি-র প্রার্থী তালিকায় চার সাংসদ, তৃণমূলত্যাগীরা

মুখে যাই বলুক, সত্যিই কি এ রাজ্যে ক্ষমতায় আসার মতো ক্ষমতা রয়েছে বিজেপি-র? সত্যিই কি তারা মুছে ফেলতে পারবে বহিরাগত তকমা?‌ তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর ফের এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ চার জন সাংসদকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ মজুমদার, স্বপন দাশগুপ্ত।বাবুল প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। নিজের লোকসভা কেন্দ্রে অধীনে চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামামিক প্রার্থী হচ্ছেন দিনহাটায়।

স্বপন দাশগুপ্ত তারকেশ্বরে প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবেই এর পর এক প্রশ্ন উঠছে, এত কিছু পরেও কি তবে যোগ্য মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি?‌ তাই চারটি কেন্দ্রে সাংসদদের ফের প্রার্থী করা হল?‌বিধানসভা ভোটে প্রার্থী খুঁজতে যদি এই হাল হয়, তাহলে মুখ্যমন্ত্রী কীভাবে খোঁজা হবে?‌ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কেন্দ্রগুলোতে জয় সহজ নয়, বুঝে গেছে বিজেপি। তাই সাংসদদের প্রার্থী করা হয়েছে। সূত্রে খবর, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কেও বিধানসভা ভোটে প্রার্থী করতে পারে বিজেপি। ভোটে দাঁড় করাতে পারে মুকুল রায়কেও।যদিও বিজেপি এই অভিযোগ মানেনি, যে যোগ্য প্রার্থী তারা পায়নি। এক নেতার কথায়, তৃণমূল নির্মূল করতে সমস্ত রকম পদক্ষেপ করছে বিজেপি। শনিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দুরা। তার আগে একই কথা বলেন দিলীপও। বলেন, তৃণমূলকে বধ করতে প্রস্তুতি নিয়েছে দল।শুধু সাংসদ নয়, বিজেপি-র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন তৃণমূল ছেড়া আসা নেতারাও। রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি-র প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই আগে লড়েছেন রাজীব। এবারও তাঁকে ওই কেন্দ্রেই দাঁড় করাল বিজেপি। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই প্রার্থী করা হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে। তৃণমূল থেকে আসা দীপক হালদারকেও ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *