January 12, 2025

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে বিজেপির পথসভা

1 min read

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে বিজেপির পথসভা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১২ মার্চ:উত্তর দিনাজপুর জেলায় ভোট গ্রহণের দিন স্থির হয়েছে আগামী ২২শে এপ্রিল।শুরু হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী পারদ উর্ধে তোলার প্রচেষ্টা।আর সে কারণেই শুক্রবার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় ভারতীয় জনতা দলের একটি নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।পশ্চিম বঙ্গে বিগত দশ বছর যাবৎ তৃণমূল দলের মা মাটি মানুষের সরকার সার্বিক ভাবে

যে চরম ব্যার্থ তার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিজেপি দলের প্রসেন জিৎ চক্রবর্তী,বসন্ত রায়, মোহিত বরণ কুন্ডু সহ কালিয়াগঞ্জ ব্লকের বিজেপির সাধারণ সম্পাদক অমিত সাহা এবং উত্তর দিনাজপুর মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা দোলা মোদক।কালিয়াগঞ্জের বিজেপির সাধারণ সম্পাদক অমিত সাহা বলেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ সম্পর্কে বলেন তিনি উপ-নির্বাচনে যে সাত সাতটি কালিয়াগঞ্জের মানুষদের জন্য যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তার একটি প্রতিশ্রুতিও পালন করেন নি।

সাধারণ মানুষ তা ভালোভাবেই উপলব্ধি করেছেন।মানুষ এবার রি মিথ্যা প্রতিশ্রুতির জবাব দেবার জন্য প্রস্তুত।মহিলা নেত্রী দোলা মোদক বলেন বিজেপি এবার এই রাজ্যে ইমিটেশনের বাংলা তৃণমূলের মত বানাবে না।প্ৰকৃতই সোনার বাংলা বানাবে।

এবার এই রাজ্যে বিজেপি সরকার আসছেই বলে তিনি জানান।বিজেপি নেতা মোহিত বরণ কুন্ডু বলেন বিজেপি ভারতবর্ষের মানুষদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার সবকটি প্রতিশ্রুতি পালন করেছে বলে জানান। উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ,নিতাই মহন্ত,শিবা মহন্ত ও পম্পা দেব চৌধরী সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *