January 12, 2025

করণদিঘী থানার রাবণপুর গ্ৰামে এক যুবতীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন

1 min read

করণদিঘী থানার রাবণপুর গ্ৰামে এক যুবতীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন

উওর দিনাজপুর জেলার, করণদিঘী থানার রাবণপুর গ্ৰামে এক যুবতীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, পরিবার সূত্রে জানা যায় মেয়েটির নাম কবিতা সিংহ, ডাক নাম রাধা সিংহ, রাবণ পুর গ্ৰামে এক যুবকের সাথে মোবাইলে ছবি তুলে,

ছবিটি ফেসবুকে পোস্ট করার পরে, পরিবার মধ্যে গন্ডগোল হয়। পরিবার মানসস্মান বাঁচতে মেয়েটি নিজেই গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, পরিবারের সদস্য তারেশ সিংহ দাবি করেন অভিযুক্ত যুবকের আটক করে উপযুক্ত শাস্তির দাবি জানান পুলিশের কাছে, ঘটনার পড় থেকেই অভিযুক্ত যুবক তপন সিংহ পলাতক। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করছে, ঘটনার তদন্ত করছেন। মৃত কবিতা সিংহ দেহ রায়গঞ্জ হাসপাতালে মগে ময়না তদন্ত জন্য পাঠান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *