দিদির স্কুটার চালানো নিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ কেন টানলেন মোদি?
1 min readমোদি দিদির স্কুটার চালানো নিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ কেন টানলেন ?
পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্য। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ রবিবার শিলিগুড়িতে বড় মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের পর জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। তবে এই প্রথম নয়, সপ্তাহ খানেক আগে এই বিষয়টি নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ করেন মমতা। বাড়ি থেকে বেরিয়ে পেট্রোপণ্য চালিত যানবাহনে ওঠেননি তিনি এর প্রতিবাদে। তিনি ই- স্কুটারে চড়ে নবান্ন গিয়েছিলেন। স্কুটার চালিয়েছিলেন ফিরহাদ হাকিম। ফেরার সময় আরও বড় চমক দেখা যায়।
মাথায় হেলমেট পরে বেশ কিছুটা পথ নিজেই স্কুটার চালান তিনি। ঘটনা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। এবার মমতার সেই স্কুটার চালানোর প্রসঙ্গ আজ ব্রিগেড সমাবেশে তুলে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন মমতাকে। মোদি বলেন,” দিদি আপনি যখন স্কুটার চালাচ্ছিলেন তখন সবাই ভাবছিলেন কোনও দুর্ঘটনা ঘটবে কিনা। কিন্তু সবার আশীর্বাদে আপনি ঠিক আছেন। আপনি কুশল থাকুন এই কামনা করি। কিন্তু এখন দেখছি আপনার স্কুটার ভবানীপুরে না গিয়ে নন্দীগ্রামে চলে যাচ্ছে। সেখানে সেটা পড়ে যাবে না তো?” এভাবেই কটাক্ষ করেছেন তিনি। উল্লেখ্য মমতা ভবানীপুর ছেড়ে এবার প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে । সেখানে তাঁকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, মমতাকে তিনি বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দেবেন। বলাবাহুল্য সেই প্রসঙ্গেই মমতার স্কুটারের ‘গতিপথ’ পরিবর্তন নিয়ে, অর্থাত্ তিনি নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় বিষয়টি নিয়ে হালকা চালে এমন কথা বলেছেন মোদি।একুশের নির্বাচনে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে বিজেপিকে জেতানোর আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর বক্তব্যে নন্দীগ্রাম ছাড়া অন্য কোনও বিধানসভা কেন্দ্রের নাম শোনা যায়নি। নন্দীগ্রামকে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা এতেই পরিষ্কার। তাই তিনি মমতার স্কুটার চালানোর প্রসঙ্গ তুলে নন্দীগ্রামের প্রসঙ্গ এনেছেন। সেইসঙ্গে বোঝাতে চেয়েছেন তাঁর হার হবে সেখানে। নন্দীগ্রাম বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কতটা প্রেস্টিজ ফাইট, সেটা এতেই পরিষ্কার।