জল্পনার অবসান, নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দুই, মুখোমুখি যুদ্ধ মমতা-শুভেন্দুর
1 min readজল্পনার অবসান, নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দুই, মুখোমুখি যুদ্ধ মমতা-শুভেন্দুর
জল্পনার অবসান। নন্দীগ্রাম কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। অর্থাত্ মমতা-শুভেন্দু মুখোমুখি ভোটযুদ্ধ হতে চলেছে নন্দীগ্রামে। গতকালই আনুষ্ঠানিকভাবে ওই কেন্দ্রে নিজের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।
আশা করা হচ্ছিলই উল্টোদিকে দাঁড়াবেন শুভেন্দু।ভোট ঘোষণার আগে বৃহস্পতিবার শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতারা। আজ শুভেন্দু অধিকারী বেয়াপাড়াতে রোড শো করেছেন। এর আগেও তিনি বলেন, ৫০ হাজার ভোটে তিনি মমতাকে হারাবেন। এদিন শুভেন্দু বলেন, মমতা বহিরাগত। বহিরাগতদের নন্দীগ্রামের মানুষ মেনে নেবেন না। গত লোকসভা নির্বাচনে নিজের বুথেই পিছিয়ে ছিলেন মমতা। এখানেও ওঁনাকে প্রত্যাখ্যান করবেন নন্দীগ্রামের মানুষ।আর বিজেপির তরফ এই ঘোষণা করার পর থেকেই হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠল এই নন্দীগ্রাম। রাজনৈতিক মহলের মত, গোটা রাজ্যের হটসিট এই নন্দীগ্রাম। একদিকে আন্দোলনের আঁতুড়ঘরে মমতা অন্যদিকে ভূমিপুত্র শুভেন্দু, কাকে নির্বাচিত করবেন সাধারণ মানুষ, সেই উত্তর পাওয়া যাবে ২ মে।