January 13, 2025

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির সংলগ্ন এলাকায় প্রয়াত কার্তিক দত্তের স্মৃতি স্মারকের সংস্কারের পর উদ্বোধন-

1 min read

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির সংলগ্ন এলাকায় প্রয়াত কার্তিক দত্তের স্মৃতি স্মারকের সংস্কারের পর উদ্বোধন-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,ফেব্রুয়ারী: বামফ্রন্ট আমলের প্রথম পঞ্চায়েতের নির্বাচিত সিপিআইএম এর সদস্য প্রয়াত কমঃ কার্তিক দত্তের পূর্বেকার স্মৃতিস্মারকটি সংস্কার করে শুক্রবার নুতন ভাবে তার উদ্বোধন করা হল।এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্মৃতি স্মারকটি উদ্বোধন করেন ১৩নম্ভর ওয়ার্ডের কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন উপ-পৌরপিতা সমরেন্দ্র নাথ মজুমদার।তিনি তার স্বাগত ভাষণে বলেন কমঃ কার্তিক দত্ত একজন প্ৰকৃত সমাজসেবী হয়ে সমাজের কাজ করে গেছেন নিঃস্বার্থ ভাবে।এমন মানুষ বর্তমানে বিরল বলা যায়।আর সেই কারণেই তার স্মৃতি ধরে রাখার উদ্দ্যোগ নিয়ে একটি স্মৃতি স্মারক যিনি নির্মাণ করেছিলেন তিনি স্বপন চক্রবর্তী(খোকন)।যাকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে।

প্রয়াত কার্তিক দত্তের স্মৃতি স্মারকটি জরাজীর্ণ হওয়ায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সহযোগিতায় স্মারক স্মৃতিস্তম্ভটি বর্তমানে তা জনগনের জন্য উন্মুক্ত করে দেইয়া হয়।অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করে ভারতীয় গণনাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার শিল্পীবৃন্দ।প্রয়াত কার্তিক দত্তের স্মৃতি চারন করে

তার বিভিন্ন উল্লেখযোগ্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রয়াত কার্তিক দত্তের পরিবারের পরিতোষ চন্দ্র দত্ত,সমাজ সেবী সুজিৎ দত্ত,সমাজ সেবী স্বপন চক্রবর্তী, মনোরঞ্জন পাটোয়ারী।অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *