কালিয়াগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গদাধর বর্মন মারা যাওয়ায় শোকের ছায়া কালিয়াগঞ্জ শহরে
1 min read
শঙ্কর গুপ্তা ঃ- আজ উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ১২
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গদাধর বর্মন মারা যাওয়ায় শোকের ছায়া কালিয়াগঞ্জ
শহরে । কারণ একটাই কাউন্সিলার গদাধর বাবু একদিকে যেমন একজন সমাজ সেবক ছিলেন তেমনই তিনি সুখে দুখে সব সময় কালিয়াগঞ্জ এর সাধারণ
মানুষের পাশে থাকতেন ।
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ১২
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গদাধর বর্মন মারা যাওয়ায় শোকের ছায়া কালিয়াগঞ্জ
শহরে । কারণ একটাই কাউন্সিলার গদাধর বাবু একদিকে যেমন একজন সমাজ সেবক ছিলেন তেমনই তিনি সুখে দুখে সব সময় কালিয়াগঞ্জ এর সাধারণ
মানুষের পাশে থাকতেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া
তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজকর্মেও সকলের কাছে সুনাম অর্জন করেছিলেন । এরপর
প্রথম বার তিনি কালিয়াগঞ্জ পৌরসভায় গত
নির্বাচনে কংগ্রেস দলের হয়ে কাউন্সিলার নির্বাচিত হওয়ার পর রাজ্যের
মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের শামিল হওয়ার জন্য পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং কালিয়াগঞ্জ
পুরসভায় তৃণমূলের কাউন্সিলর হিসেবে থাকেন মৃত্যুর আগের দিন অব্দি ।
তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজকর্মেও সকলের কাছে সুনাম অর্জন করেছিলেন । এরপর
প্রথম বার তিনি কালিয়াগঞ্জ পৌরসভায় গত
নির্বাচনে কংগ্রেস দলের হয়ে কাউন্সিলার নির্বাচিত হওয়ার পর রাজ্যের
মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের শামিল হওয়ার জন্য পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং কালিয়াগঞ্জ
পুরসভায় তৃণমূলের কাউন্সিলর হিসেবে থাকেন মৃত্যুর আগের দিন অব্দি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে তার
অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র
পাল সহ পৌরসভার কাউন্সিলররা । জানা যায় তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে
আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ
সন্ধ্যা ৭.৩০ তার মৃত্যু হয় ।
অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র
পাল সহ পৌরসভার কাউন্সিলররা । জানা যায় তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে
আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ
সন্ধ্যা ৭.৩০ তার মৃত্যু হয় ।
তার মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তার
বাড়িতে ছুটে যান কাউন্সিলার অমিত দেবগুপ্ত ,সচিন সিংহ রায় এবং পৌরসভার উপ পৌরপতি
বসন্ত রায় সহ বহু মানুষ। জানা যায় আগামীকাল তার মরদেহ পৌরসভায় নিয়ে যাওয়া হবে
সকাল ৯ টায় । সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হবে ।জানা যায়
মৃত্যুকালে তার বয়স হয়েছিল .৭২ বছর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});