ইটাহারে ডঃ মেঘনাথ সাহা কলেজের ওমেন সেলের উদ্দ্যোগে স্ত্রীরোগ নিয়ে আলোচনা চক্র
1 min read
তপন চক্রবর্তী--সোমবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ডঃ মেঘনাথ সাহা কলেজের ওমেন সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল স্ত্রীরোগ নিয়ে একটি সচেতনতা মূলকস আলোচনা চক্র।আলোচনা চক্রের প্রধান ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ উদয়ন কুন্ডু।আলোচনা চক্রে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ইটাহার ডঃ মেঘ নাথ সাহা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মুকুন্দ মিশ্র, কলেজের আই কিউ এ সির কো-অর্ডিনেটর ডক্টর মোহাম্মদএনারুল হক,কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সুকুমার বাড়ুই,কলেজের ওমে সেলের অধ্যাপিকা ডঃ সেঁজুতি দে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলোচনা চক্রে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ উদয়ন কুন্ডু ইটাহার ডঃ মেঘনাথ সাহা কলেজের ওমেন সেলের কর্তৃপক্ষকে ধন্য বাদ জানান তাদের সময়োচিত এই আলোচনা চক্র করবার আয়োজন করবার জন্য।তিনি বলেন শহর ও গ্রাম থেকে বহু ছাত্রী কলেজে আসে।অনেক অসুবিধার সম্মুখীন হলেও তারা মুখফুটে তাদের সমস্যার কথা বলার মত মানুষ তারা খুঁজে পায়না।এই আলোচনা চক্রে স্ত্রীরোগ সম্পর্কে নানা ধরনের আলোচনার মাধ্যমে ছাত্রীরা কিছুটা সচেতন হবে বলেই তার ব্যক্তিগত অভিমত।আলোচনায় একসময় ছাত্রীরাও খোলামেলা প্রশ্ন লজ্জার আবরণ সরিয়ে জানার আগ্রহ প্রকাশ করলে তার যথাযথ উত্তর স্ত্রী বিশেষজ্ঞ ডাঃ উদয়ন কুন্ডু দেন বলে জানা যায়।
ফলে স্ত্রী রোগ নিয়ে যে কারনে আলোচনা চক্র করা হয় তা যে সফল হয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।ডাঃ উদয়ন কুন্ডু প্রজেক্টরের মাধ্যমে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উপস্থাপনা করলে ছাত্রীরা ও শিক্ষিকাগন তার ফলে অতি সহজেই বুঝে নিতে পারে।আলোচনা চক্রে ছাত্রী ও শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ডঃ মেঘনাথ সাহা কলেজের ওমেন সেলের আহ্বায়ক ডঃ সেঁজুতি দে ,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});