December 26, 2024

সূচনা হল উওর দিনাজপুর জেলা ছাএ-যুব উৎসবের

1 min read
 বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার সূচনা হল উওর দিনাজপুর জেলা ছাএ-যুব উৎসবের। হেমতাবাদের বাহারাইল উচ্চ বিদ্যালয়ে এদিন দুপুর ১২ টায় এই উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 উপস্হিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল, সদস্য দধিমোহন দেবশর্মা, জেলা যুব কল্যাণ আধিকারিক অর্নিবান রায়, মন্ত্রী প্রতিনিধি গৌতম পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, বিডিও পৃথ্বীশ দাস প্রমুখ।  ছাএ-যুবদের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে যুব কল্যান দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী চলবে এই উৎসব।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *