কালিয়াগঞ্জ কাবাডি একাডেমির উদ্দ্যোগে আট দলীয় কাবাডি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দলে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ কাবাডি একাডেমি-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ ফেব্রুয়ারি:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ কাবাডি একাডেমির উদ্দ্যোগে আট দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কাবাডি প্রতিযোগিতায় পুরুষ দলে চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ কাবাডি একাডেমি ও রানার্স হয় ভরত পুর হাই স্কুল।অপর দিকে মহিলা দলে চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ কাবাডি একাডেমি ও রানার্সের খেতাব পায় খাগাইল টি এন হাই স্কুল।
কালিয়াগঞ্জ কাবাডি একাডেমির সম্পাদক মিঠুন বর্মন জানান আজকের এই কাবাডি প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট,কুশমন্ডি,মালদা, ভরতপুর প্রভৃতি থেকে কাবাডি দল অংশগ্রহণ করে।সকাল থেকে শুরু হয়েছে
এই কাবাডি প্রতিযোগিতা।কাবাডি প্রতিযোগিতা দেখবার জন্য প্রচুর দর্শক অংশগ্রহন করে। কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস,সহ অনেকেই।বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জ কাবাডি একাডেমির সম্পাদক মিঠুন বর্মন,মল্লিকা রায় ও প্রদীপ সরকার।