December 26, 2024

সাপের সঙ্গে বন্ধুত্বের কথা শুনেছেন?

1 min read
সাপের সঙ্গে বন্ধুত্বের কথা শুনেছেন? বা পোষ্য হিসেবে সাপকে ঘরে নিয়ে আসার মত কাণ্ড দেখেছেন? এমনই ঘটেছে লন্ডনে। ২১ বছরের যুবতী জি বাড়িতে রেখেছেন ১৬ সাপ! সাপই তার পোষ্য।


আদরে মানুষ করেছে সকলকে। এদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। আপাতত পশু চিকিৎসা তার পড়ারও বিষয়। ভবিষ্যতের পশু চিকিৎসক জি-র পছন্দ অবশ্য বার্মিজ পাইথন। ১৬টি সাপের মধ্যে এই পাইথনকে নিয়ে বেশি সময় কাটান তিনি। এমনকি নিজের মেয়ে বলেই পরিচয় দেয় ১৬ ফুট বার্মিজ পাইথনের।তবে এই আদুরে পোষ্যদের কামড়ও খেতে হয় জিকে। তাতে অবশ্য তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তার তো ভালোই লাগে! হাল্কা কামড়কে তো তিনি আদরের স্পর্শ বলেই মনে করেন।জি দাবি করছেন, সরীসৃপ প্রজাতির প্রাণিরা অপেক্ষাকৃত ভীতু তাই এমন সাপ কখনই জোর করে কামড়ায় না। দিনে নয়, সপ্তাহে একদিন খেতে দিতে হয় এদের। বড় সাপের জন্য ৩-৬ কেজির খরগোশ ও ছোট সাপের জন্য মুরগিই বরাদ্দ। আপাতত ২১ বছরের জি মহানন্দে ১৬টি সাপের সঙ্গে দিন কাটাচ্ছেন আর অপেক্ষা করছেন পোষ্যের সংখ্যা বৃদ্ধির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *