কালিয়াগঞ্জে বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম জয়ন্তী শ্বাড়ম্বরে পালিত
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–শনিবার প্রভাত ফেরির মধ্য দিয়ে বীর সন্যাসী বিবেকানন্দের ১৫৬ তম জন্ম জয়ন্তী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল।
শনিবার সকালে কালিয়াগঞ্জ পৌর সভা ও কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবা শ্রম সংঘের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রা পৌর ভবন থেকে বের হয়ে ডাক বাংলো রোড, বিবেকানন্দ মোড়ে এলে সেখানে বিবেকানন্দের প্ৰর্তিকৃতিতে মাল্য দান করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল ,উপ-পৌর পিতা বসন্ত কুমার রায়,কমিশনার অমিত (বাবু) দেবগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রভাত ফেরিতে অংশ গ্রহন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,প্রাক্তন অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু,উপ -পৌর পিতা বসন্ত রায়, কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনারগন।
অপর দিকে কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সবাই এই বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করেন।শোভা যাত্রায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সাথে ছিল দেসাত্মবোধক সঙ্গীত ,ছিল বিবেকানন্দের সাজে সজ্জিত কচিকাঁচা বিবেকানন্দের দল।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে ফিরে আসে কালিয়াগঞ্জ পৌর সভায়।