December 26, 2024

রাজ্যের সেরা থানার মর্যাদা পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা

1 min read

তন্ময় চক্রবত্তী ঃবিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য
অবদানের জন্য এ বছর রাজ্যের সেরা থানার মর্যাদা পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ
থানা। 

 জানা যায় গতকাল রাজ্য পুলিশের দপ্তরের তরফে   এই ঘোষণা করা হয় । এতে রাজ্যের মধ্যে সেরা থানা হিসেবে
বেছে নেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানা কে এবং সেরা জেলা হিসেবে হাওড়া জিআরপি কে বেছে
নেওয়া হয়।

এছাড়াও ২০১৬ ২০১৭ সালের রাজ্য পুলিশের বিভিন্ন পদক প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছেশুক্রবার পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *