ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ব্লক সমাবেশ।
1 min read
সংবাদদাতা চাকুলিয়া, ১৫ ই জানুয়ারি : আগামী—১৯ শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে আজ গোয়ালপোখর ২ নম্বর ব্লক চাকুলিয়াতে ছিল কর্মী প্রস্তুতি সভা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যুব তৃনমূলের ডাকা এই ব্লক সমাবেশ অনুষ্ঠিত হয় গোয়ালপোখর 2 নম্বর ব্লকের কমিউনিটি মিটিং হলে। এই সভায় উপস্থিত ছিলেন ব্লকের সর্বস্তরের নেতাসহ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জনাব গোলাম রব্বানী। তিনি তার ভাষণে আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেড মাঠে একটি ঐতিহাসিক জমায়েতের ডাক দেন। ব্লক সভাপতি মুন্না বললেন ভেদাভেদ ভুলে আগামী লোকসভা নির্বাচনে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। শুধু মুখে বিজেপি ফিনিশ বললে চলবে না। কাজে প্রমাণ করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});