উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এলো জেলা পুলিশ
1 min read
বিনোদ কুমার রুনণ্টা ঃ- উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় আজ সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এলো জেলা পুলিশ।তারি লক্ষ্যে আজ ২৫ কাঠা জমির উপর ১৪৬ রকমের গাছ লাগিয়ে নয়া নজির গড়লো জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান গাছ জীবনে অন্যতম ভূমিকা পালন করে থাকে তাই এই গাছ আগামী দিনে মানুষের কতটা উপকারে আসবে তা সাধারণ মানুষই টের পাবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুমিত কুমার ছাড়া উপস্থিত ছিলেন এ এস পি নিকিতা ফোনইন, ডিএসপি সুরজিৎ দে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});