December 25, 2024

রাতারাতি বদলে গেল প্রকল্পের নাম। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হয়ে গেল বাংলার গ্রামীণ সড়ক যোজনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ- রাতারাতি বদলে গেল প্রকল্পের নাম। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক
যোজনা হয়ে গেল বাংলার গ্রামীণ সড়ক যোজনা। নির্মীয়মাণ রাস্তার পাশে নাম বদলে
স্টিকারও সেঁটে দেওয়া হল বোর্ডের গায়ে। এই নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে
উত্তর দিনাজপুর
জেলার  কালিয়াগঞ্জ এর হরিহর পুর থেকে
শংকরপুর পর্যন্ত এমণ একটি  
১২ কিলোমিটার রাস্তার
।এই রাস্তার  
 কাজ শুরু হয়েছিল পূর্ত
দফতরের তত্ত্বাবধানে।


 কাজের শুরুতে বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক
যোজনার দু
টি সাইনবোর্ড লাগানো হয়। গ্রামবাসীরা
বুঝতে পারেন কেন্দ্রীয় সরকারের অনুদানে এই কাজ শুরু হয়েছে। তবে
কয়েক   বছর চলার পরই পাল্টে
গেল বোর্ড। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা নামের উপর বাংলার গ্রামীণ সড়ক
যোজনার স্টিকার লাগানো হয়।
এদিকে  কালিয়াগঞ্জে বেশ কয়েকটি জায়গায়
প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম পাল্টে সেই সাইন বোর্ডে রাতারাতি বাংলা সড়ক যোজনার নাম
হয়ে  যাওয়ায় বেজায় ক্ষুব্ধ কালিয়াগঞ্জ
বিজেপি নেতৃত্ব।


 তারা বলেন এই ধরনের ঘটনা
মোটেই গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা
কালিয়াগঞ্জ এর বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন বর্তমানে শাসক দল ও ব্লক প্রশাসন
প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম বদল করে তার উপর বাংলা সড়ক যোজনা যে পোস্টার
লাগিয়ে দিয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক ।

 তিনি বলেন বেশ কয়েকদিন ধরে কালিয়াগঞ্জে
তারা এই ধরনের কার্যকলাপ শুরু করেছে। আদতে প্রধানমন্ত্রী সড়ক যোজনা কেন্দ্রীয়
সরকারের একটি প্রকল্প যা দীর্ঘদিন ধরে সারা দেশের সাথে কালিয়াগঞ্জেও হয়ে আসছে । 

 তিনি বলেন তারা এর প্রতিবাদে খুব শিগ্রই কালিয়াগঞ্জে
 ব্লকে ডেপুটেশন দিবেন এবং বৃহত্তর
আন্দোলনে নামবেন। 

 উল্লেখ্য কালিয়াগঞ্জ এর
হরিহর পুর থেকে শংকরপুর পর্যন্ত এমণ একটি  
১২ কিলোমিটার রাস্তা
প্রধানমন্ত্রী সড়ক যোজনার  যেটি
২০১৬  সালে জুলাই মাসের শেষ হয়ে গিয়েছিল সেটি হঠাৎই
দেখা যায় নতুন করে সেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা নামের জায়গায় বাংলা
গ্রামীণ সড়ক যোজনা হয়ে গিয়েছে। যার ফলে এলাকাবাসীরা ও স্তম্ভিত হয়ে পড়েন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *