December 25, 2024

অনূর্ধ্ব ১৪ জাতীয় স্তরের খোখো খেলায় কালিয়াগঞ্জের বিশ্বজিৎ, হীরা ও সনু বাংলা দলের হয়ে কর্ণাটকে যাচ্ছে

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ৬৪ তম জাতীয় স্তরে  অনুর্ধ ১৪ (বালক)বিভাগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিন খো খো খেলোয়াড় বিশ্বজিৎ রায়,হীরা রায় ও সনু রায় বাংলা দলের হয়ে খেলবার সুযোগ পেল।বিশ্বজিৎ,হীরা ও সনু শনিবার বর্ধমানে গেল তিদিনের কোচিং নিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেখান থেকে বাংলা দলের সাথে কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিবে আগামী ২৫শে জানুয়ারী।জাতীয় স্তরের অনুর্ধ খো-খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী কর্ণাটকের বি জি নগরে।উত্তর দিনাজপুর জেলার খো-খো এসোসিয়েশনের কনভেনার বরুন দাস জানান এই তিন জন খো-খো খেলোয়াড় প্রত্যেকেই ডালিমগাও স্পোর্টস একাডেমি থেকেই কোচিং নিয়ে থাকে।আমার  বিশ্বাস ওরা একদিন অনেক বড় খেলোয়াড় হবে।ডালিমগাও স্পোর্টস একাডেমির সম্পাদক মদন দেবশর্মা বলেন বিশ্বজিৎ রায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ,হীরা রায় লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবন এবং সনু রায় বাঘন কালিতলা উচ্চ বিদ্যালযের ছাত্র।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *