রায়গঞ্জ বাণিজ্যভবনের সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতার আসর
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–গত বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সুবর্ন জয়ন্তী উপলক্ষে বাণিজ্য ভবনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতার আসর বসে।অনুষ্ঠানের সূচনা হয় কিঞ্জল বোসের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে।স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েসনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী।এরপর শুরু হয় নবীন ও প্রবীণদের সাহিত্যের আসর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবিতা পাঠ করেন আশীষ সরকার,শুভব্রত লাহিড়ী, অরুন চক্রবর্তী, তুহিন চন্দ, কল্লোল বন্দোপাধ্যায়, যাদব চৌধরী,তপন রায়,বিনয় লাহা,আভা সরকার মন্ডল,বিমল দে, রানী সেন,আরতী দেবনাথ,নিবারণ দাস,সন্দীপ ঝাঁ,পুষ্পিতা মজুমদার,পুনম বোস, দীপা চৌধরী।বিশিষ্ট সংগীত শিল্পী পিয়ালী সিনহা,সোহম চৌধুরীর সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবৃত্তি করে শোনান অনির্বান বোস।অনুষ্ঠানের শেষে সমবেত দেশাত্ববোধক নৃত্য এই দিনের সাংস্কৃতিক সন্ধ্যা ও সাহিত্যের আসরকে অন্যমাত্রা এনে দেয়।
রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহনকারী সঙ্গীত শিল্পী ও কবি সাহিত্যিকদের স্মারক সম্মানে ভুষিত করে।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু রূপে সঞ্চালনা করেন অধ্যাপক সুকুমার বাড়ুই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});