আগামী সপ্তাহে হাউস ফর অল প্রকল্পে কালিয়াগঞ্জ পৌরসভার প্রায় এক হাজার মানুষ প্রথম কিস্তির টাকা পেতে চলছে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- আগামী সপ্তাহে
হাউস ফর অল প্রকল্পে কালিয়াগঞ্জ পৌরসভার প্রায় এক হাজার মানুষ প্রথম কিস্তির টাকা
পেতে চলছে।আজ কালিয়াগঞ্জ পৌরসভার ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাতিক চন্দ্র
পাল।পৌরোপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হাউস ফর অল প্রকল্পে দ্রুত গতিতে কাজ চলছে
কালিয়াগঞ্জ পৌর শহরে।
হাউস ফর অল প্রকল্পে কালিয়াগঞ্জ পৌরসভার প্রায় এক হাজার মানুষ প্রথম কিস্তির টাকা
পেতে চলছে।আজ কালিয়াগঞ্জ পৌরসভার ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাতিক চন্দ্র
পাল।পৌরোপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হাউস ফর অল প্রকল্পে দ্রুত গতিতে কাজ চলছে
কালিয়াগঞ্জ পৌর শহরে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রচুর মানুষ এখন মাথা গোজার ঠাই পেয়েছে।এছাড়া পরবর্তী তে আরও
আগামী দিনে ১৩০৮ টি নতুন পাকা বাড়ি পৌরসভার পখ্য থেকে শহরের দরিদ্র মানুষরা পেতে চলছে।যার অনুমোদন করে ইতিমধ্যে
রাজ্য সরকার কালিয়াগঞ্জ পৌরসভায় পাঠিয়ে
দিয়েছে।খুব শিগ্রই বাড়ি বাড়ি সার্ভে করে সেই কাজ ও সম্পন্ন করা হবে বলে তিনি
জানান।
আগামী দিনে ১৩০৮ টি নতুন পাকা বাড়ি পৌরসভার পখ্য থেকে শহরের দরিদ্র মানুষরা পেতে চলছে।যার অনুমোদন করে ইতিমধ্যে
রাজ্য সরকার কালিয়াগঞ্জ পৌরসভায় পাঠিয়ে
দিয়েছে।খুব শিগ্রই বাড়ি বাড়ি সার্ভে করে সেই কাজ ও সম্পন্ন করা হবে বলে তিনি
জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});