December 25, 2024

যাত্রীকের নাট্য সেমিনারে নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ– শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে যাত্রীকের নাট্য উৎসবের প্রাক্কালে একটি নাট্য সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান আলোচক  ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা গৌতম হালদার।গৌতম হালদার তার আলোচনায় বলেন একজন অভিনেতার প্রথমেই যেটা থাকা উচিত তা হল প্রথমেই নাটককে ভালোবাসতে হবে।নাটকের অভিনেতা হবার মানসিকতা তৈরী করতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নাটককে মনের খোরাক হিসাবে গ্রহণ করতে হবে। উপস্থিত দর্শকদের মাঝ থেকে নাটক নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে গৌতম হালদার তার যথাযথ  জবাব সাথে সাথে দিয়ে দেন। এক ঘন্টার সেমিনারে দর্শক আসন থেকে গৌতম হালদারকে নানান প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদারের নাটক নিয়ে সেমিনার ছিল অত্যন্ত প্রাণবন্ত।নাটকে একই কথা বা ভাবের প্রকাশ কতভাবে কতসুন্দর করা যায় তা বিভিন্ন ভাবে দর্শকদের বোঝাতে সমর্থ হন। নজমু নাট্য নিকেতনের সেমিনার হল  ছিল কানায় কানায় পরিপূর্ণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *