December 25, 2024

জিনগাও উচ্চ মাধ্যমিক বিদ্যালএ মুক্ত মঞ্চের উদ্বোধনে সাংসদ মঃ সেলিম

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের  জিনগাঁও উচ্চ বিদ্যালয়ে সাংসদ কোটার দশ লক্ষ টাকা ব্যয়ে রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধন করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সাংসদ মঃ সেলিমের প্রতিশ্রুতি অনুযায়ী জিনগাঁও উচ্চ বিদ্যালয়ে মুক্তমঞ্চ সোমবার উদ্বোধন হওয়ায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ বিদ্যালয়ের শিক্ষক গন প্রচণ্ড খুশি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনগাঁও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহম্মেদ,সিপি আই এম নেতা দেবব্রত সরকার, বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক রমজান আলী সহ বিদ্যালয়ের শিক্ষকগন ও ছাত্র ছাত্রীরা।মঃ সেলিম বলেন জিনগাঁও বিদ্যালয়ে মুক্তমঞ্চ আজ উদ্বোধন করতে  পেরে তিনি প্রচন্ড খুশি হয়েছেন।জানা যায় বেলা সাড়ে এগারোটায় মুক্ত মঞ্চ উদ্বোধন করার পর বেলা ১ টা য় ভূঁইহারা নিউ সেট আপ বিদ্যালয়ের তিনটি নুতন ক্লাস রুমের উদ্বোধন করেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এরপর মঃ সেলিম মঙ্গলদহ ব্রিজের দুইদিকের এপ্রোচ রোডের উদ্বোধন করেন। সারাদিন ঠাসা ব্যস্ততার মধ্যে থেকেও বিকাল বেলায় কালিয়াগঞ্জ ১০”নম্বর ওয়ার্ডে একটি পথসভায় ভাষণ দেন।মঃ সেলিম তার বক্তব্যে বলেন কেন্দ্রে মোদি ও রাজ্যে দিদির সরকার মিলে পশ্চিমবঙ্গে অরাজকতা চালিয়ে যাচ্ছে।মানুষ এর থেকে মুক্তি পেতে চাইছে।আগামী লোকসভা ভোটের জন্য  মানুষ  তৈরী হচ্ছে।তিনি বলেন দিদি খুব আশা করে বসে আছেন এবার তিনি নাকি প্ৰধান মন্ত্রী হচ্ছেন।ব্রিগেডের সভায় যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা এসেছিল তারা দিদিকে গাছে তুলে দিয়ে ব্রিগেড ছেড়ে চলে যাবার সাথে সাথে দিদির কথা বেমালুম ভুলে গিয়ে রাহুল ভাইকে প্রধান মন্ত্রীর স্বপ্ন দেখাতে শুরু করেছেন।তিনি বলেন এবার মোদি ও দিদির কপালে বড় সর বিপদের চিহ্ন দেখা দিয়েছে।তাই নির্বাচনে এরা দুজনেই জনগণকে নানা ভাবে বিভ্রান্ত করতে শুরু করে দিয়েছে।যদিও মানুষ তাদের কথায় আর বিশ্বাস করেনা।পথ সভায় প্রচুর মানুষ সাংসদ সেলিমের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *