লোকসভা ভোটের আগেই কংগ্রেসকে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেসের । কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নূর
1 min read
লোকসভা ভোটের আগেই কংগ্রেসকে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস । আজ মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নূর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ।ভাঙন ধরল প্রদেশ কংগ্রেসে তৃণমূলে গেলেন কংগ্রেস ২বারের সাংসদ ৷এবার উত্তর মালদহে তৃণমূলে প্রার্থী হতে চলেছেন তিনি ৷
এমনটাই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷বিজেপির বিরুদ্ধে লড়তেই তৃণমূলে তার এই যোগদান বলে জানালেন মৌসম ৷ বিজেপিকে দেশ থেকে হঠাতে হবে বলেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷নির্বাচনের আগেই বড়সড় ভাঙন প্রদেশ কংগ্রেসে ৷ মালদহ মানেই গনি খান চৌধূরির দীর্ঘদিনের কংগ্রেসের ঐতিহ্য ৷ কংগ্রেসের শক্ত গড় হিসেবেই চিরকাল পরিচিত ছিল উত্তরের এই জেলা ৷ গনি খানের ভাগ্নি মৌসমও সেই ঐতিহ্য মেনে কংগ্রেসের হয়ে লড়েছেন ৷ ২বারের কংগ্রেসের সাংসদ শেষ পর্যন্ত ছাড়লেন কংগ্রেসের হাত, যোগ দিলেন তৃণমূলে ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});