করনদিঘীর বিকোরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--শুক্রবার করনদীঘি ব্লকের বিকোর নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ক্রীড়া প্রতিযোগিতায় বি এড ও ডি এল এড ছাত্র ছাত্রীরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অংশগ্রহণ করে।বিকোর নর্থ বেঙ্গল বি এড এন্ড ডি এল এড কলেজ কর্তৃপক্ষ এই খেলার আয়োজন করে কলেজের পাঠরত বিএড ছাত্র ধর্মেন সিংহ বলেছেন-” বিএড ও ডিএলএড ছাত্র ছাত্রীরা হল ভবিষ্যতের শিক্ষক /শিক্ষিকা, তাই আমরা কলেজের সকল ছাত্র ছাত্রীরা মিলে সব খেলায় অংশ গ্রহণ করেছি যাতে ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের খেলা শিখাতে পারি। প্রতিযোগিতামূলক খেলার মধ্যে ছিল খো খো, চামচ দৌড়, 200 মিটার দৌড়, ব্লম, প্লেট, লোহার বল নিক্ষেপ। এই খেলাগুলোর পাশাপাশি ছেলেদের হাইজাম, লংজাম্প, ক্রিকেট ।জানা যায় ডিএলএড ছাত্র ছাত্রীরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অধিকাংশ বিভাগেই জয়ী হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});