করণদিঘী থানার উদ্যোগে রক্ত দান শিবির
1 min readকরণদিঘী থানার উদ্যোগে রক্ত দান শিবির
প্রদীপ সিনহা করোণা ভাইরাস এর কারণে উদ্ভুত রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলো উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা। আজ থানার উদ্যোগে রক্ত দান শিবির অনুস্টিত হয় রায়গঞ্জ ব্লাড ব্যাংক এর সহযোগীতায় করণদিঘী থানার রাহুল মঞ্চে।
রক্ত দান করেন করণদিঘী থানার পুলিশ কমীরা সহ সিভিক ভলেনটিয়াররা মোট ৫৯ জন জন রক্তদান করেন। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন করোণা ভাইরাস জন্য লক ডাউন। জনগনের বাইরে বের হওয়া যাবে না তাই বিভিন্ন জায়গায় পাবলিক উদোগ্য রক্তদান শিবির গুলো বন্ধ হয়ে পড়ে আর এতেই রক্ত সংকট দেখা দেয় সরকারি হাসপাতালে।
এইমত অবস্থায় পুলিশ এর উদোগে উওর দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি থানায় রক্তদান শিবির হয়। , পুলিশ সুপার সুমিত কুমার বলেন জনগন কে করোণা থেকে বাঁচতে হলে লক ডাউন মানতে হবে। নিজে সুস্থ থাকুন পরিবার এর সকল সদস্য সহ গ্ৰামের থেকে শহর সকলেই সুস্থ রাখুন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না।