করোনা শুনছো?
1 min readকরোনা শুনছো?
নীলাব্জা রায়
করোনা করোনা সুন্দরী করোনা
দয়াকরে আর মেরোনা।
চীনা সুন্দরী ভাইরাস রানী
এবার ফিরে যাওনা।
তবুও যদি না শোন কথা
গর্জে উঠেছে বাংলার মাথা
হাত ধোয়া শুরু, জনতা কার্ফু
ভেঙে দিয়ে চেন, বাড়তে দেবোনা।।