October 24, 2024

করোনা আবহে

1 min read

করোনা আবহে / স্বপন মজুমদার

একটা সময় ছোঁয়াছুঁয়ি ছিল কতো না ছড়ানো আকুতি
সে প্রহর আজো জেগে আছে মনে অকথন অনুভূতি
বুকের ভেতর ঢেউ আর ঢেউ সমুদ্র উত্তাল

 


এসেছি দু’জনে গোপনে নিকটে ছিঁড়ে সামাজিক জাল
সোনায় মোড়ানো সেইসব দিন এখনো হৃদয়ে জ্বলজ্বল
শ্বাশ্বত সেই ভালোবাসা কতো মানিক্ক উজ্জ্বল
চাঁদ ঘুরে আসা উন্নত জীব সানন্দ বসবাসে
জমি কিনে রাখে পার্টিতে মাতে করোনা আড়ালে হাসে
এমন আবহে গোপনে ছড়ায় হাহাকার, চলে যাবো!
দূরে দূরে থাকো এই মন্ত্রেই মুক্তি শুধু পাবো ।
একি সম্ভব তুমি বলো প্রিয় বিশ্বায়নের পরে
রাষ্ট্রের খাঁড়া ঘরে থাকো তুমি হৃদয় বিদ্ধ তিরে ।
আমার পড়শি কতো না যুবক পরে আছে দূর দেশে
ফিরবে যে কবে উদ্বেগে মা পাগোল না হয় শেষে
এ কোন অসুখ ভেঙ্গে দেবে নাকি সামাজিক বন্ধন
কে যে চলে যাবে কখন জানিনা মন আজ উচাটন
জীবন যখন মৃত্যু এটা তো আসবেই নিশ্চিত
ঘুরে দাঁড়ানোর সংগ্রাম এটা ফিরুক সবার সম্বিত
ভয় করে আগে মরে যাওয়া কেন জীবন মানেই আশা
জেগে আছে দ্যাখো মানবতা আজও এটাই তো ভালোবাসা
দূরে দূরে থাকা! হৃদয় তো আছে দু’জনার কাছাকাছি
আসছে সুদিন হাসছে পৃথিবী তুমি আমি পাশাপাশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *