করোনা মুক্ত করার আহ্বান জানালেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী
1 min readকরোনা মুক্ত করার আহ্বান জানালেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী
পবিত্র সবেবরাতের শুভেচ্ছা জানিয়ে মানুষকে মসজিদে না গিয়ে বাড়িতে থেকেই এই পৃথিবীকে করোনা মুক্ত করার প্রার্থনা করার আহ্বান জানালেন রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী । তিনি বলেন, জীবন থাকলে
প্রতিবছর ধুমধামে সবেবরাত মানাবো ঈদ মানাবো কিন্তু একবার জীবন চলে গেলে কিছু হবে না। তাই সরকারের নির্দেশ পালন করে মসজিদে গিয়ে ভিড় না করে বাড়িতে থেকেই নামাজ পড়ার অনুরোধ জানাই।