বন্ধন ব্যাঙ্কের সাপ্তাহিক ঋণের কিস্তি দেওয়া নিয়ে ঋণগ্রহীতাদের আতঙ্কের কোন কারন নেই
1 min readবন্ধন ব্যাঙ্কের সাপ্তাহিক ঋণের কিস্তি দেওয়া নিয়ে ঋণগ্রহীতাদের আতঙ্কের কোন কারন নেই
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–বর্তমানের কথা পোর্টাল সংবাদে শুক্রবার একটি সংবাদ প্রকাশ হয়েছিল”সরকারি নির্দেশকে উপেক্ষা করে বন্ধন ব্যাঙ্ক ঋণ গ্রাহকদের ফোন করে জানাচ্ছে ১৫ ই এপ্রিল ব্যাঙ্কের কিস্তি দিতে হবে।তাই ঋণগ্রহীতারা অনেকেই শঙ্কিত হয়ে
পড়েছিলেন লকডাউনের মধ্যে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ।কি করে ঋণের কিস্তি দিতে পারবে।সবাই দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন ব্যাঙ্ক থেকে ফোন পাবার পর থেকেই।এই খবরের জেরে বিশ্বস্ত সূত্র থেকে এই প্রতিবেদক জানতে পারে বন্ধন ব্যাঙ্কের ঋণ গ্রহীতাদের ঋনের সাপ্তাহিক কিস্তি পরিশোধের ব্যাপারে কোন আতঙ্কের বা অযথা চিন্তার কোন কারন নেই।জানা যায় যেহেতু আর বি আই এর ঋণের কিস্তি পরিশোধের গাইড লাইনে বলা আছে ঋণের কিস্তি পরিশোধ এই মুহূর্তে না দিতে পারলে ঋণগ্রহীতাদের আবেদন করে বলতে হবে এই মুহূর্তে ঋণের কিস্তি দিতে পারছিনা।সুতরাং বন্ধন ব্যাঙ্কের ঋণের কিস্তি নিয়ে এই মুহূর্তে ঋণগ্রহীতাদের পরিশোধ নিয়ে কোন চিন্তার কারন নেই বলেই জানা যায়।