October 24, 2024

সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের জেরে সমস্যাগ্রস্থ দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরনে নেমে পড়লেন ১১নম্বর ওয়ার্ডের সমাজসেবী পম্পি লাহিড়ী ও পিঁন্টু মোদক

1 min read

সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে সমস্যাগ্রস্থ দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরনে নেমে পড়লেন ১১নম্বর ওয়ার্ডের সমাজসেবী পম্পি লাহিড়ী ও পিঁন্টু মোদক

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর--করোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন দেশের অসংখ্য মানুষের মত কালিয়াগঞ্জের হত দরিদ্র ও নিঃস্ব মানুষেরা চরম বিপদগ্রস্থ।কথায় বলে যার কেও নেই তার ভগবান আছে।

গত কয়েকদিন ধরে এই সমস্ত দরিদ্র মানুষদের কিছুটা সুরাহা দিতে ১১নম্বর ওয়ার্ডে সম্পুর্ন নিজের উদ্দ্যোগে ও অন্তরের তাগিদে বেরিয়ে পড়েছেন দম্পতি যুগল পিন্টু মোদক ও পম্পি লাহিড়ী।পিন্টু মোদক ও পম্পি লাহিড়ী এক সাক্ষাৎকারে জানান এই করোনা ভাইরাসের জেরে লক্ষ লক্ষ মানুষ বাড়ির বাইরে যেতে পারছেনা।

ফলে দিন আনা দিন খাওয়া মানুষেরা চরম দমস্যায়।সবাই যেমন যে যার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরাও তাদের সাথে একমত হয়ে আমরা ১১নম্বর ওয়ার্ডের দুস্থদের হাতে পাঁচ কেজি চাল,ডাল, সয়াবিন,লবণের প্যাকেট,সাবান প্রত্যেককে দিচ্ছি।মাঝে মধ্যে বাইরের ওয়ার্ড থেকেও দুই একজন আসছেন তাদেরকেও দিচ্ছি।পিন্টু মোদক জানালেন তারা গত ২৯ক শে মার্চ থেকে এই কাজে সামিল হয়েছি।পম্পি লাহিড়ী বলেন আমরা এখন পর্যন্ত আনুমানিক ২৫০জনের মতই হবে বলে মনে হয়।১১নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিন্টু মোদক বলেন লকডাউন আমাদের সবাইকে মেনে চলতেই হবে।হয়তো দরিদ্র মানুষদের অসুবিধা হচ্ছে ঠিকই ,তবে অসুবিধা কিছু নেই।সরকার যেমন দরিদ্রদের পাশে আছে তেমনি সরকারের সাথে আমরাও সাধ্যমত সাহায্য করে যাবো বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *