October 24, 2024

লকডাউনে প্রবীণদের পাশে শিক্ষক সুজিৎ গোস্বামী

1 min read

লকডাউনে প্রবীণদের পাশে শিক্ষক সুজিৎ গোস্বামী

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–সারা বিশ্বে করোনা ত্রাস এনেছে।আমাদের দেশ ও রাজ্য এর থেকে পিছিয়ে নেই। করোনা প্রতিরোধে সরকারি নিয়ম মেনে চলছে লকডাউন।আর এই লকডাউন চলায় জেলার প্রবীণরা সব থেকে অসুবিধার মধ্যে পড়েছে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে লক ডাউনের এই সময়ে প্রবীণদের প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে সহযোগিতা করবার জন্য এগিয়ে এসেছেন নিখিল বঙ্গ সাহিত্য সংস্থার রায়গঞ্জ শাখার সদস্য তথা শিক্ষক সুজিৎ গোস্বামী।

।রায়গঞ্জের বয়স্ক নাগরিকদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সুজিৎ গোস্বামীর ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্যার সমাধান করবেন বলে জানান।কোন বয়স্ক ব্যক্তি, অসুস্থ যে কেউ, যাঁদের বাইরে বেরোনো একান্তই সম্ভব হচ্ছে না, তাঁরা অষুধ-পত্র বা অন্য কোন জরুরী কারণে সংস্থার অন্যতম সদস্য, শিক্ষক সুজিত গোস্বামী’র সংগে নীচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।👇৯৪৭৪০৭০৩০৫।জানিয়েছেন নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের জেলা সম্পাদক স্বপন মজুমদার।করোনা সংক্রমণ মুক্ত থাকতে সরকারি নির্দেশিকা মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *