October 24, 2024

রায়গঞ্জের থ্যালাসেমিয়া ও অন্যান্য সাধারণ রোগীদের রক্ত সংকট মেটাবার জন্য এগিয়ে আসল রায়গঞ্জ এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা

1 min read

রায়গঞ্জের থ্যালাসেমিয়া ও অন্যান্য সাধারণ রোগীদের রক্ত সংকট মেটাবার জন্য এগিয়ে আসল রায়গঞ্জ এর একটি স্বেচ্ছাসেবী  সংস্থা  প্রচেষ্টা

তন্ময় চক্রবর্তী করোনা-সতর্কতায় বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। যার প্রভাব পড়েছে রক্তদান শিবিরগুলিতে। জমায়েত এড়াতে কোথাও রক্তদান শিবির বাতিল করা হচ্ছে, কোথাও পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে শান্তির পথে

মানবতার সাথে প্রচেষ্টা  নামে রায়গঞ্জ এর একটি স্বেচ্ছাসেবী  সংস্থা কে এগিয়ে আসতে দেখা গেল রায়গঞ্জের থ্যালাসেমিয়া ও অন্যান্য সাধারণ রোগীদের রক্ত সংকট মেটাবার জন্য রায়গঞ্জের ব্লাড ব্যাংকে ছোট্ট একটি রক্তদান শিবির করতে।

যেখানে ৬ জন রক্তদাতা তাদের রক্ত দিয়ে আজ সাহায্য করে ব্লাড ব্যাংকে। যাকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। উল্লেখ্য  Covid-19 এর ফলে সারা দেশ জুড়ে ডাউন রয়েছে।

ফলে যেসব রক্তদান শিবির আয়োজন করা হতো সেগুলো স্থগিত রাখা হয়েছে। যার ফলে ব্লাডব্যাংক গুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টার এই অনবদ্য প্রয়াস সত্যি প্রশংসনীয়।আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  প্রচেষ্টা নামে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সৌরভ দাস ও সংস্থার মেম্বার বাবন ঘোষ, সুরজিৎ সিং, রনজয় সূত্রধর, অভিজিৎ বোস ও আরো অনেকে। জানা যায় এই স্বেচ্ছাসেবী সংস্থা মাঝেমধ্যেই এই ধরনের সামাজিক কর্মকান্ড করে জেলায় একটা সুনাম নজর করে ফেলেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *