কালিয়াগঞ্জ পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আজ থেকে চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি
1 min readকালিয়াগঞ্জ পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আজ থেকে চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি
পিয়া চক্রবর্তী এবার আর আপনাকে করনা ভাইরাসে আতঙ্কে লক ডাউনের সময় কষ্ট করে বাড়ি থেকে বেরোতে হবে না ।বাজার থেকে আপনার বাড়িতেই দোকানদার দিয়ে যাবে আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শুধুমাত্র ডায়াল করতে হবে একটি ফোন নম্বরে।হ্যাঁ করোনা ভাইরাসের মোকাবেলায় এবার খাদ্যরসিক বাঙ্গালীদের রান্নাঘরের প্রয়োজনীয় কাঁচামাল এনে দিতে এবার হোম ডেলিভারির অভিনব উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পৌরসভা। আপনি ভাবছেন কাকে ফোন করবেন।হ্যাঁ আমরা সেই ফোন নম্বরই দিব যেখানে আপনি পেয়ে যাবেন এক ফোনে আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।বিনা কারনে আর আপনাকে বাড়ি থেকে বেড় হতে হবে না । না বেরিয়েই আপনার নিত্য খাদ্য সামগ্রীর প্রয়োজনীয় সমস্ত রকম খাদ্যদ্রব্য এখন থেকে পেয়ে যাবেন। কালিয়াগঞ্জ পৌরসভা আজ থেকে চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি।
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান সাধারণ মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে পৌরসভার উদ্যোগে যাতে সাধারন মানুষ এই কোন ভাইরাসের আতঙ্কে বাড়ি থেকে না বের হয় বাজারের যাবতীয় সামগ্রী তারা যাতে ঘরে বসেই পেয়ে যায় তার জন্যই তারা এই ব্যবস্থা করেছে। কোন সময় যদি কোন নাগরিকের এই পরিষেবা পেতে কোন অসুবিধা দেখা দেয় সে ক্ষেত্রে পৌরসভার যারা এই দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেই তাদের সমস্যা সমাধান হয়ে যাবে।এবার দেখে নিন
কালিয়াগঞ্জ এর কোন ওয়ার্ডে কাকে ফোন করলে আপনি পেয়ে যাবেন আপনার সব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।মধু তালুকদার স্কুল পাড়া (word-3) 9800002149 সুমিত সাহা স্কুল পাড়া_ (word_3)- 7365054652 ভোলা দা -ড্রাইভার পাড়া (word-3)_ 6294006104 প্রদীপ মহন্ত -, মোহন্ত পাড়া (word-3) 8972052496 সদনান্দ রায় – মজলিস পুর -(word -3)_9932043438 গোবিন্দ রাঠি- সুকান্ত মোড় (word-4)_9378318175 রানা বসাক- স্কুল পাড়া (word-4)_9564636725 উত্তম সাহা-স্কুল পাড়া (4)-947 54 969 14 মানিক সাহা_তিলক সাহা মোর (4)_700 1606 826 হারান চৌধুরী_তিলক সাহা মোর (4) 9932 8166 95 হারাধন সরকার_ মিস্ত্রি পাড়া_(4)- 937822 2478 নমিতা বাড়াই-মিস্ত্রীপাড়া- 956 35406 62 লক্ষণ দাস-গুদরি বাজার-(4) 943460 3488 অশোক দাস- গুদরি বাজার(4) 7031 724 880 কাত্তিক সূত্রধর-রশিদপুর মোর (6)_912 67 20104 পিকু শ্যাম- রশিদপুর-(6)9333376990 বাপি কুন্ডু-হরিহরপুর-(7) 863 7326 994 প্রসেনজিৎ বসাক -পালপাড়া(-7)7865845656 রাজু সাহা-প্রতিদ্বন্দ্বী ক্লাব(7) 9635347044 সোমনাথ পাল- শ্রী কলোনি(7)_8972675558 নিশীথ সাহা-নেতাজি পল্লী(10)_9933339828অমিত বিশ্বাস-পীরপুকুর(10)8509552784 সঞ্জীব মোদক-এস এস স্কুল রোড(10) 7586999651 প্রণয় মোদক-মনোমোহন ইস্কুলের অপজিট (11)7063668659প্রমথ মোদক-মনমোহন স্কুল(11)_8116329163 সনজিৎ চৌহান-নতুন পাড়া(12)-8637003158 রবি কুন্ডু- হাসপাতাল রোড(১২)_8951956438 উত্তম সাহা-হাসপাতাল রোড(১২)8536824475 কালাচাঁদ কুন্ডু-মহেন্দ্রগঞ্জ(১৩)__9332299736সঞ্জয় মহন্ত-মহেন্দ্রগঞ্জ(১৩)_9475252252 গৌতম স্টোর-শ্রী কলোনি(,14)_9563849992 পুষ্টি ভান্দরাটিডি রোড(15)_9304974708বিনো গোয়ালা-উত্তর চিড়ালপাড়া(১৬)_9304974708শিবু রাজভার-মাহাতো পাড়া(১৬)_7679303745জয় ত্রিনাথ ভান্ডার -বিবেকানন্দ মোড়(১৬)_8617351395