করোনাকে যুদ্ধকালীন তৎপরতায় রোধে কালিয়াগঞ্জ পৌরসভার ব্যাপক কর্মকান্ড-
1 min readকরোনাকে যুদ্ধকালীন তৎপরতায় রোধে কালিয়াগঞ্জ পৌরসভার ব্যাপক কর্মকান্ড-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–করোনাকে কাগজে কলমে নয় একেবারে যুদ্ধ কালীন তৎপরতায় কাজ করতে কালিয়াগঞ্জ পৌর সভার সর্বস্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে নানান ভাবে।কালিয়াগঞ্জের হাট বাজার যাতে সব সময় খোলা না থাকে তার জন্য পুলিশের সহায়তায় পৌর কর্মীরা মহেন্দ্র গঞ্জ এবং
পৌর সভার স্টেশন বাজারে রীতিমত নজরদারি চালিয়ে যাচ্ছে।প্রতিদিন সকাল থেকে যাতে দুই ঘণ্টার বেশি না খোলা থাকে সমস্ত দোকান দারদের বলে দেওয়া হচ্ছে।এর অন্যথা করলে পুলিশের সাহায্যে তা বন্ধ করে দেওয়া হচ্ছে।পাড়ায় পাড়ায় পৌর কর্মীদের দিয়ে গ্যা মাক্সিন পাউডার ছাড়াও বিভিন্ন রাস্তায় রাস্তায় ও অপরিস্কার স্থানে
ডিজিটাল স্প্রে ছড়িয়ে দেওয়া হচ্ছে।কালিয়াগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে ভীষন সক্রিয় ভাবে কাজ করে চলেছে।পুলিশ সব সময় শহরের রাস্তায় রাস্তায় একসাথে বেশি
লোকের সমাবেশ দেখলেই তাদেরকে ঘরে যাবার পরামর্শ দিয়ে বাড়িতে ঢুকিয়ে দেবার ব্যবস্থা নিচ্ছে।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে অনবরত মাইকিং করে জানিয়ে দিচ্ছে আপনারা আপনারা সময়মত নিজের প্রয়োজনীয় বাজার করে বাড়িতে চলে যান।
কিন্তু কিছু মানুষ অসময়ে বাজার করতে এসে সরকারি নিয়ম নীতিকে লঙ্ঘন করছে যা কোন ভাবেই কাম্য নয়।কালিয়াগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত কর্মী চন্দন ঘোষ প্রতিদিনবিভিন্ন বাজারে গিয়ে সাধারণ মানুষদের সকাল সকাল বাজার করে বাড়ি ফিরে যাবার জন্য যে তৎপরতা নিয়ে নিজের জীবনকে বিপন্ন করে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংশার দাবি রাখে বলে জনসাধারণ জানায়।