কানাইয়া লাল আগরওয়াল ও অমল আচার্যর সংবাদ কেন দেওয়া হছে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষোভে কালিয়াগঞ্জর তৃণমূল কংগ্রেস এর জলযোগের এডমিন তথা তৃণমূলের কালিয়াগঞ্জ এর সোশ্যাল মিডিয়ার কর্ণধার শুভ্র প্রতিম রায় সাংবাদিককে গ্রুপ থেকেই শুধু বের করেনি বললেন তুই কোন হরিদাসরে- ?
1 min readকানাইয়া লাল আগরওয়াল ও অমল আচার্যর সংবাদ কেন দেওয়া হছে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষোভে কালিয়াগঞ্জর তৃণমূল কংগ্রেস এর জলযোগের এডমিন তথা তৃণমূলের কালিয়াগঞ্জ এর সোশ্যাল মিডিয়ার কর্ণধার শুভ্র প্রতিম রায় সাংবাদিককে গ্রুপ থেকেই শুধু বের করেনি বললেন তুই কোন হরিদাসরে- ?
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)—রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী যেখানে বার বার সাংবাদিকদের সাথে ভালো ব্যবহার করবার জন্য দলের সমস্ত স্তরের কর্মীদের নিরদেশ দিয়ে থাকেন,সাংবাদিকদের সুখ দুঃখের কথা শুনে বিভিন্ন স্তরে ব্যবস্থ্যা নেন এবং সাংবাদিকদের দামি দামি উপহার দিয়ে সন্মান জানিয়ে থাকেন।অথচ সেই দলের সম্প্রতি তৈরি কালিয়াগঞ্জ জলযোগ নামে একটি গ্রূপের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মী নিজেকে “আমি কি হুনুরে” ভেবে নিয়ে কালিয়াগঞ্জের একজন সাংবাদিক কে গ্রুপ থেকে বের করে দিয়েও ক্ষান্ত হননি সেই তৃণমূল কর্মীটি কালিয়াগঞ্জের সেই সাংবাদিককে তুই তুকারী ভাষা ব্যবহার করেই তিনি যথেষ্ট হয়েছে মনে করেন নি “তুই কোন হরিদাসরে,
তুই যাকে খুশি তার কাছে আমার নামে অভিযোগ জানা বলে তাকে বলেন।সেই সাংবাদিকের দোষ কি?সেই সাংবাদিক কালিয়াগঞ্জ জলযোগ গ্রুপে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সাহেবের একটি খবর এবং ইটাহারে বিধায়ক অমল আচার্যের একটি খবর কালিয়াগঞ্জ জলযোগ গ্রূপে দিয়ে নাকি চরম অন্যায় করেছে।এই প্রতিবেদকের বক্তব্য কালিয়াগঞ্জ জলযোগ গ্রূপের কর্নধার হিসাবে মাননীয় শুভ্র প্রতিম( ধ্রুব ) বাবু সাংবাদিক তন্ময় চক্রবর্তীকে এই গ্রূপে তৃণমূলের খবর দেওয়ার জন্য কেন গ্রুপ থেকে আগে বের করে দিলেন না? সেই দিকে না গিয়ে তিনি একজন দুরদর্শনের মত চ্যানেলের সাংবাদিককে হরিদাস বলে সম্বোধন করলেন?এই কি শুভ্র প্রতিম বাবুর কালচার।তারপর আবার আপনাকে সাংবাদিকদের নিয়ে চলার দায়িত্ব দিয়েছে।হাসি পায় এসব দেখে।আপনার মত এই ধরনের তৃণমূল কর্মীদের শায়েস্তা করবার জন্যই মাননীয়া মুখ্যমন্ত্রীকে দিনরাত পরিশ্রম করতে হয়।দলের সবাইকে বার বার বলেন নম্র ভদ্র হয়ে সবার সাথে আচরণ করতে।কিন্তূ চোরা না শোনে ধর্মের কাহিনী।কি এমন অন্যায় করেছিল।তৃণমূল জেলা সভাপতির ইসলসমপুরে খবর এবং ইটাহারে বিধায়ক অমল আচার্যের দুটো খবর কালিয়াগঞ্জ জলযোগ গ্রুপে দেওয়া যদি অন্যায় হয় তাহলেতো বলার কিছুই নেই।কালিয়াগঞ্জ জলযোগ গ্রুপেতো বিজেপির ঢাক পেটানো হয়নি।ঢাক পেটানো হয়েছেতো তৃণমূলের উন্নয়নের।তাহলেকি কানাইয়ালাল ও অমল আচর্য্যকে নিয়ে এলার্জি এই গ্রুপের আডমিনের।জানা যায় সাংবাদিক হিসাবে তন্ময় চক্রবর্তী মাননীয় পি কের কাছে সমস্ত ঘটনা জানিয়েছেন।এবং অবিলম্বে এই ধরনের মানুষকে দল থেকে বহিস্কার করলে আখেরে তৃণমূলেরই লাভ হবে বলে মনে করেন।