ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলায় চ্যাম্পিয়ন রায়গঞ্জ টাউন ক্লাব ও স্পোর্টস ক্লাব
1 min readইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলায় চ্যাম্পিয়ন রায়গঞ্জ টাউন ক্লাব ও স্পোর্টস ক্লাব
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে পুস্পা ফার্নিচার রায়গঞ্জ ইন্টার ক্লাব ক্রিকেট লীগের প্রথম ডিভিশনের খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব প্রতিবাদ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় ডিভিশনের খেলায়
রায়গঞ্জ স্পোর্টস ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।প্রথম ডিভিশনের খেলায় বেস্ট ব্যাটসম্যানের মর্যাদা পান সত্য চৌধরী এবং বেস্ট বোলারের মর্যাদা পান বিবেক দাস।প্রমিসিং ক্রিকেটার অফ দি ইয়ার হন শুকরু সাহা।অপর দিকে দ্বিতীয় ডিভিশনের খেলায় বেস্ট ব্যাটসম্যানের মর্যাদা পান রবি মল্লিক এবং বেস্ট বোলারের মর্যাদা পান চঞ্চল জমাদার।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান পুস্পা ফার্নিচার রায়গঞ্জ ইন্টার ক্লাব ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছিল গত নভেম্বর মাসে থেকে। আজ তার সমাপ্তি ঘটলো।সুদীপবাবু আরো জানান তাদের সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জের চার প্রবীণ আম্পেয়ার অনিল রায়,অমিয় রায়,শিবম দাশগুপ্ত এবং অসিতাভ ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয়।ক্রিকেট খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেব কুমার দত্ত এবং পুস্পা ফার্ণিচারের কর্নধার তনুশ্রী সাহা।ক্রিকেট খেলাকে ঘিরে রায়গঞ্জে ছিল চরম উন্মাদনা