পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরাই ভবিষ্যত: আন্তর্জাতিক আলোচনাসভা
1 min readপরিবেশ রক্ষায় শিক্ষার্থীরাই ভবিষ্যত: আন্তর্জাতিক আলোচনাসভা
তপন চক্রবর্তী পরিবেশ নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা অনুষ্ঠিত হল নদীয়ার বেতাইয়ে ড. বি আর আম্বেদকর কলেজে ।একদিনের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট অধ্যাপক- সাংবাদিক ড. মিঠুন মুস্তাফিজ,নদী ও পরিবেশ আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কারী তুহিন শুভ্র মন্ডল, ইতিহাসবিদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক,কলকাতা বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক ড.দেবপ্রিয় পাল,বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সেলিম হোসেন, মানিকচক কলেজের অধ্যাপক গৌতম সরকার সহ অন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা।একদিনের এই আন্তর্জাতিক আলোচনাসভায় পরিবেশের নানান বিষয়ে গবেষণাপত্র পাঠ করা হয়।যেখানে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গী, বিশ্ব উষ্ণায়ন, অনিয়মিত জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, স্থানীয় পরিবেশের মানোন্নয়ন সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়।বক্তব্য রাখতে গিয়ে
বাংলাদেশের বিশিষ্ট অধ্যাপক- সাংবাদিক ড. মিঠুন মুস্তাফিজ বলেন” পরিবেশ বাঁচাতে আমাদের যুথবদ্ধ ভাবে কাজ করতে হবে।”নদী ও পরিবেশ আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কারী ও ভারতবর্ষের গ্রীণ এডুকেটর হিসাবে সম্মানিত তুহিন শুভ্র মন্ডল বলেন ” পরিবেশ আন্দোলনে শিক্ষার্থীরাই ভবিষ্যত।
বেতাই, নদীয়ার ড.বি.আর. আম্বেদকর কলেজের ইংরেজি বিভাগ সব কলেজ কতৃপক্ষ, শিক্ষার্থীসহ আয়োজক প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই এমন গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব আন্তর্জাতিক আলোচনাসভা আয়োজন করার জন্য”।