কালিয়াগঞ্জ ব্লকে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট–৩৩৭৯ জন–
1 min readকালিয়াগঞ্জ ব্লকে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট–৩৩৭৯ জন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–কালিয়াগঞ্জ ব্লকে এবারের ২০২০ সালের মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৭৯ জন। যার মধ্যে ছাত্র ১৩৬২ জন ও ছাত্রী ২০১৭ জন। দুইটি মূল পরীক্ষা কেন্দ্র সহ মোট ১৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সেরগ্রম, গিন্নিদেবী ও জিনগাও হাইস্কুলে সি সি টি ভি বসানো হয়েছে।
পরীক্ষা পদ্ধতি সঠিক ভাবে সম্পূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে থাকছে একজন করে সরকারী আধিকারিক ও একজন করে পর্ষদের মনোনীত অ্যাডিশনাল সুপারভাইজার সহ মুলকেন্দ্রের অধীনস্থ কেন্দ্র গুলির জন্য দুইজন করে বোর্ড নমিনি।অ্যাডিশনাল সুপারভাইজার ও বোর্ড নমিনিদের অন্যান্ন দায়িত্ব পালনের সাথে সাথে প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ৩ টা পর্যন্ত ৪ টি করে ম্যাসেজ পাঠাতে হবে পর্ষদে।সমগ্র প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করতে কালিয়াগঞ্জ ব্লক ও থানা প্রশাসন যথেষ্ট সদার্থক ভূমিকা পালন করছে। উললেখযোগ্য ভাবে গত ৩ বছর ধরে প্রত্যেক বছর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে। যা সরকার পোষিত বিদ্যালয়গুলোর জন্য ভালো খবর নয়।আগামী কাল মঙ্গলবার থেকে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়াকে কেন্দ্র করে একদিকে যেমন ছাত্র ছাত্রীদের মধ্যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার জন্য চরম প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে তেমনি কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে বিশাল দায়িত্ব সামলাতে হবে জন্য কপালে চিন্তার ভাঁজ পরে গেছে বলে জানা যায়।মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।