গঙ্গারামপুর মহকুমা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বালিকা বিভাগে পদক তালিকার শীর্ষে মানিকোর উচ্চ বিদ্যালয়
1 min readগঙ্গারামপুর মহকুমা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বালিকা বিভাগে পদক তালিকার শীর্ষে মানিকোর উচ্চ বিদ্যালয়
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঢাকঢোল উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের পরিচালনায় ও ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় মহকুমা ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয়।
গঙ্গারামপুর মহকুমা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা য় কুশমন্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয় ৩৬পয়েন্টস পেয়ে বালিকা বিভাগে গঙ্গারামপুর মহকুমায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।যদিও দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মানিকোর উচ্চ বিদ্যালয় জেলা স্তরে বালিকা বিভাগে ২৯পয়েন্টস পেয়ে রানার্সের মর্যাদা লাভ করে।মানিকোর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্যামলেশ দরকার বলেন মানিকোর একটি প্রত্যন্ত এলাকা।আমরা চেষ্টা করছি গ্রামের বিদ্যালয়ের মেয়েরা যাতে ভবিষ্যতে খেলার জগতে জায়গা করে নিতে পারে।