December 22, 2024

দক্ষিণ দিনাজপুরে শেষ হল ২৪তম বই মেলা-

1 min read

দক্ষিণ দিনাজপুরে শেষ হল ২৪তম বই মেলা-

সাত দিন ব্যাপী বই মেলার শেষ ফিন ছিল শুক্রবার।বেশি বেশি করে গ্রন্থগারমুখী ও বই পড়ার অভ্যাসকে বাড়ানোর আর্জি নিয়ে যাওয়াদক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বই মেলার সমাপ্ত ঘটলো।বই মেলার বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা হয়।দক্ষিণ দিনাজপুর

জেলার জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাস জানান সাতদিনব্যাপী বই মেলাকে ঘিরে পাঠকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।তিনি বলেন বই মেলায় এবার বই ক্রেতাদের ভির ছিল।বই মেলায় গ্রামীন গ্রন্থাগার গুলিকে সরকারী অনুদান হিসাবে সাত হাজার টাকা,শহরের গ্রন্থগার গুলিকে পনের হাজার এবং জেলা গ্রন্থাগার গুলিকে তিরিশ হাজার টাকা বই ক্রয় করবার জন্য দেওয়া হয়।জানা যায় স্থানীয় এবং কলকাতার প্রকাশনা মিলে মোট ৭২টি স্টল এসেছিল।বই মেলায় চলে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান,নানান ধরনের সেমিনার,স্থানীয় সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সভা মিলে সাত দিনের বই মেলা যেন জমজমাট হয়ে উঠেছিল বই মেলা চত্বর।বই মেলাকে ঘিরে ছিল চরম উৎসাহ ও উদ্দীপনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *