December 22, 2024

সরস্বতী পূজায় কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠের খুদে পড়ুয়ারা সেভ ড্রাইভ সেফ লাইফ ও আকর্ষণীয় প্রদর্শনী করে দর্শকদের মন জয় করে নিল

1 min read

সরস্বতী পূজায় কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠের খুদে পড়ুয়ারা সেভ ড্রাইভ সেফ লাইফ ও আকর্ষণীয় প্রদর্শনী করে দর্শকদের মন জয় করে নিল

তন্ময় চক্রবর্তী-কালিয়াগঞ্জ–কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ের ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত প্র্নবানন্দ বিদ্যাপীঠের খুদে পড়ুয়ারা সরস্বতী পূজায় বড়দের মনে করিয়ে দিল গাড়ি আস্তে চালান।

নিজের জীবন বাঁচান।এছাড়াও পূজা প্রাঙ্গনে নানান প্রদর্শনীর আয়োজন করায় দর্শকদের মন জয় করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায় বলেন

বিদ্যালযের ছাত্র ছাত্রীদের সাথে সহকারী শিক্ষিকা পায়েল মোহন্ত,সবিতা বাগচী,সুপর্ণা রায়,প্রিয়াঙ্কা সাহানি,দোলন সিনহা,টুম্পা সেন, নবনীতা সাহা,চন্দনা রবিদাদ,জয়শ্রী ভৌমিক,পিন্টু রজতের সাথে

শিক্ষা কর্মী মীরা সাহা ,কেয়া চক্রবর্তী ও পিঙ্কি পোদ্দার কয়েকদিন ধরে পরিশ্রম করার ফসল আজ আমরা ঘরে তুলতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *