কীর্তিচন্দ্রপুর গ্রামে সাহালাল সাহেবের মিলন উৎসব–
1 min readকীর্তিচন্দ্রপুর গ্রামে সাহালাল সাহেবের মিলন উৎসব-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর) হুগলি জেলার কীর্তিচন্দ্রপুর সাহালাল সাহেবের মিলন উৎসবের উদ্বোধন হয়ে গেলো। উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী , আরামবাগ আল আলম মিশনের সম্পাদক আলহাজ সেখ বদরুল আলম সিদ্দীক , তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুর শুকুর , উপপ্রধান শান্তনা রায় , সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ , সমাজসেবী মীর চঞ্চল ,
সেখ উজ্জল , বাবর আলি , মেলা কমিটির সভাপতি সোউমেন মণ্ডল , মেলা কমিটির সহ সভাপতি মীর সরফরাজ সহ বিশিষ্টজ্নেরা । জানা গেছে , এই বছর এই মিলন মেলা অষ্টম বর্ষে পদার্পণ করেছে।আরামবাগ পৌর সভার পৌরপিতা স্বপন নন্দী তার বক্তব্যে বলেন সাহালাল সাহেবের মিলন উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।কোন শক্তিই পারবেনা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে।
কোন একটি দল বাংলায় ধর্মের সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করবার চেষ্টা করলেও তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান।