October 23, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ সেট পরীক্ষায় পরীক্ষা দিলেন স্ত্রী, স্বামী ছিলেন পরিচালনার দায়িত্বে। তদন্তের দাবি উঠল

1 min read

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ সেট পরীক্ষায় পরীক্ষা দিলেন স্ত্রী, স্বামী ছিলেন পরিচালনার দায়িত্বে। তদন্তের দাবি উঠল।

বর্তমানের কথা নিউজ সার্ভিসঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ সেট পরীক্ষায় পরীক্ষা দিলেন স্ত্রী, স্বামী ছিলেন পরিচালনার দায়িত্বে। তদন্ত দাবি উঠলো।একদিকে শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো সংস্কার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন অন্যদিকে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ সহ শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলনের জেরে গতকাল সারাদিন সরগরম ছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এর মেন ক্যাম্পাস। এদিন সকাল ১১ টা থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন রুটা এর সদস্য অধ্যাপক অধ্যাপিকা গণ ৫ দফা দাবি পূরণে ধর্নায় বসেন উপাচার্যের ঘরের সামনে। রুট আর সম্পাদক অধ্যাপক ডাঃ অশোক দাস বলেন , বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদিত  ৭ ম বেতন পরিকাঠামো  সংস্কারসহ ইউজিসির পিএইচডি, এমফিল ডিগ্রী প্রাপ্তদের ইনক্রিমেন্ট প্রদান, মহার্ঘ ভাতা হাউস এলাউন্স দেওয়া সহ মোট পাঁচ দফা দাবিতে এই ধরনা।

 

 

পরে এই দাবি পত্রের ভিত্তিতে স্মারকলিপি দেওয়া হয় উপাচার্য অধ্যাপক অনিল ভুইমালি কে। অন্যদিকে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গেটের সামনে সেট পরীক্ষার অনিয়মসহ কয়েক দফা দাবি পূরণেবিক্ষোভ দেখায় সারাবাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সদস্যরা।ইউনিটের সভাপতি তপন নাগের নেতৃত্বে সেট পরীক্ষায় অনিয়ম নিয়ে সমিতির সদস্যরা মিছিল করার পর বিক্ষোভ দেখায়। পরে ডেপুটেশন দেওয়া হয় উপাচার্য কে।

 

তপনবাবুর অভিযোগ, গত রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এ সেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজেপি সমর্থক দুই আধিকারিক  নিজেদের শিক্ষকও শিক্ষাকর্মী সংগঠনের ব্যাক্তি বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞ সিনিয়র কর্মীদের বঞ্চিত করে বিজেপি শিক্ষাকর্মী ইউনিটের সভাপতির দায়িত্ব তুলে দেন পরীক্ষা পরিচালনার। ওই শিক্ষাকর্মী ইউনিটের সভাপতি কুনাল বিশ্বাসের স্ত্রী  টিনা পরিবাগ একজন পরীক্ষার্থী সেট ছিলেন বলেও অভিযোগ জানান তপনবাবু। তপনবাবুর সেট পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে বলেন, স্ত্রী পরীক্ষার্থী জেনেও কিভাবে পরীক্ষা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরীক্ষার্থী স্বামী কে পরীক্ষা পরিচালনার দায়িত্ব দিতে পারেন ? এর তদন্ত দাবি করেছেন তপনবাবু। তপনবাবুর আন্দোলনকে সমর্থন জানিয়ে জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন,পরীক্ষা ব্যবস্থা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের আরো সতর্ক হওয়া উচিত ছিল। পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু হওয়াই বাঞ্ছনীয়। যাতে কেউ কোনো অভিযোগ তুলতে না পারেন। যদিও সেট পরীক্ষায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়  কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক কালিশংকর তেওয়ারি বলেন, সেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইউডিসি এবং কলেজ সার্ভিস কমিশনের পর্যবেক্ষকেরা সব সময় উপস্থিত ছিলেন পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তাই আন্দোলনকে কোনো গুরুত্বই দিচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *