কালিয়াগঞ্জ রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজায় মানসিক হাসপাতালে কিভাবে ভারসাম্য হারানো রোগীদের চিকিৎসা হয় সেই অভিনব দৃশ্য দেখতে মানুষের ঢল
1 min readকালিয়াগঞ্জ রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজায় মানসিক হাসপাতালে কিভাবে ভারসাম্য হারানো রোগীদের চিকিৎসা হয় সেই অভিনব দৃশ্য দেখতে মানুষের ঢল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ নভেম্বর:কালিয়াগঞ্জ শহরের উত্তর চিরাইল পাড়ার টায়ার কোম্পানি মোরের যুবক সংঘ পরিচালিত রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজায় ক্লাব কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ দেখতে মানুষের ঢল নেমেছে কালীপূজার রাত থেকে সোমবার রাত পর্যন্ত।দর্শনার্থীরা মন্ডপের ঢোকার মুখেই হাতে পায়ে শিকল বাঁধা ভারসাম্য হীন যুবকের পাগলামি কান্ড দেখেই আত কে উঠতে হচ্ছে দর্শনার্থীদের।চমক এখানেই শেষ নয়।পূজা মন্ডপের ভেতরে গেলেই দেখা যাবে গরাদ বন্দী অবস্থায় চিকিৎসাধীন মানসিক ভারসাম্য হীন যুবক যুবতীদের পাগলামি আচরণ যা ঠিক মনে হবে কোন সিনেমার দৃশ্য দেখছি।মানসিক হাসপতালের ভেতরে কি ভাবে মানসিক রোগীদের কি অবস্থায় চিকিৎসা চলে
তার অসাধারন অবিকল দৃশ্য দেখার জন্য শহরের মানুষ জনকে রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলের দিকে ছুটছে যা না দেখলে বোঝা যাবেনা।রেনেসাঁস স্পোর্টিংক্লাবের কালী পূজার এবারের থিম মানসিক হাসপতালের দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে নিশ্চিত ভাবেই বোঝা যায়। মানসিক উন্মাদের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছে যা মানুষের ঢল দেখলেই বোঝা যায়।মানসিক হাসপতালের অন্দরমহলে বাস্তব চিত্র তুলে ধরার এই অভিনব প্রচেষ্টা সম্পর্কে রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের সম্পাদক রাজা ঘোষ বলেন কোভিড মহামারীর পর থেকেই খেটে খাওয়া মানুষদের মানসিক অস্থিরতা চরমে উঠেছে।অনেকের রোজগার বন্ধ হয়ে যাবার ফলে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।এই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখেই তার প্রতিকারের বার্তা দেবার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।