আসন্ন বাজেটে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু করতে যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের দাবি রায়গঞ্জের সাংসদের কাছে
1 min readআসন্ন বাজেটে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু করতে যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের দাবি রায়গঞ্জের সাংসদের কাছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জুলাই:তৃতীয়বারের জন্য কেন্দ্রে বিজেপি সরকারের প্রধান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি।আগামী ২৩ সে জুলাই কেন্দ্রের মোদি সরকারের বাজেট পেশ করবেন বিজেপি সরকারের অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। বিগত ১৬ বছর পূর্বে উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু হয়েই সেই যে বন্ধ হয়ে আছে আজ পর্যন্ত সেই রেল প্রকল্পের জট কেও খুলতে পারেনি।রায়গঞ্জের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের নাগরিকরা বার বার রায়গঞ্জের প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে বলা হলেও তিনি সেই জন্য তেমন কোন উদ্যোগ গ্রহণ করেন নি।
ফলে রেলের মানচিত্রে উত্তর দিনাজপুর জেলা অনেকটাই পিছিয়ে পড়েছে।বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ ১৬ বছর ধরে পরে থাকলেও নুতন করে সংস্কার করার ব্যাপারে বিজেপি সরকারের যেমন কোন হেলদোল ছিলনা তেমনি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ছিলনা পিছিয়ে পড়া এলাকায় রেল সংস্কারের কাজ শুরু করবার কোন রকম তাগিদ। তবে না চাইতেই জল যেমন একটা কথা আছে সেইরকম একটা ঘটনা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের ব্যাপারে ঘটে গেছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে গত ২৯/২/২০২৪ তারিখ ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর মহ:.তনভীর খান জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন মালিগাও গৌহাটিকে এক নির্দেশে জানিয়েছেন অবিলম্বে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের যে কাজ বন্ধ করে রাখা হয়েছে সেটি রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে ডিফ্রিজ করে দেওয়া হল। না চাইতেই বৃষ্টির মত এই নির্দেশ আসার পরে সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষদের মধ্যে দেখা গিয়েছিল সেদিন খুশির হওয়া।কিন্তু এই নির্দেশ আসার ছয় মাস কেটে যাবার পরেও রেল দপ্তরের নেই কোন হেলদোল রেলের কাজ শুরু করবার ক্ষেত্রে।উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট জনেরা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন তাহলে কি রায়গঞ্জের বিজেপির প্রার্থীর পক্ষে ভোট টানার জন্যই কি রেল মন্ত্রক থেকে এই ডিফ্রিজের চিঠি পাঠানো হয়েছে? না হলে ছয় মাস পার হবার পরেও কেন রেল মন্ত্রকের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর রেল লাইনের কাজ শুরু করবার কোন রকম উদ্যোগ এখনো দেখা যাচ্ছেনা?তাই এবার একজন কাজের লোক রায়গঞ্জের সাংসদ হিসেবে বিজেপির কার্তিক পাল নির্বাচিত হয়েছেন।তিনি আবার কালিয়াগঞ্জের ভূমি পুত্রও বটে।এবার কালিয়াগঞ্জ শহরের মানুষের বিরাট আশা এবারের বাজেটে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর ৩৩ কিমি রেল প্রকল্পের কাজ যেটি ১৬ বছর ধরে শুরু হয়েও বন্ধ করে রাখা হয়েছে সেই জট খুলে এবার বাজেটে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ করার ব্যাবস্থা গুরুত্ব সহকারে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল নেবেন।এ ব্যাপারে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন আমরা এর পূর্বেও রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের কাজটি শুরু করার জন্য যা যা যা করবার সেটা করার জন্য তাকে বলা হয়েছে।কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন আমরা আমাদের কাজের মানুষ বলে পরিচিত কার্তিক পালকে রায়গঞ্জ আসন থেকে জয়ী করে সংসদে পাঠিয়েছি বিশেষ করে দুটি কারনে।তার মধ্যে একটি হল কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের সংস্কারের কাজ শুরু করা,দ্বিতীয়ত ব্যবসায়ীদের স্বার্থে রাধিকা পুর_বাংলাদেশের মধ্যে স্থল পথ বাণিজ্যের কাজ শুরু করা।খবর নিয়ে জানা যায় ইতিমধ্যেই বাংলাদেশের বিরল স্থল বন্দরের কাজ সম্পূর্ন ভাবে তৈরি করা হয়েছে এখন ভারতের দিক থেকে কাজ শুরু করা হলে ব্যবসায়ীদের যেমন ভারত থেকে বাংলাদেশে যেতে সময় কম লাগবে,তেমনি আর্থিক ব্যয় অনেকটাই কমে যাবে।অন্য দিকে কালিয়াগঞ্জ_বুনি য়াদপুর রেল প্রকল্পের কাজ শেষ হলে ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে ট্রেনে চাপলে একই ট্রেনে যাত্রীরা ত্রিপুরার আগরতলা পৌঁছে যেতে পারবে।এর ফলে কালিয়াগঞ্জ শহরের গুরুত্ব রেল মানচিত্রে অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানা যায়। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন মাসখানেক হল সবে মাত্র সংসদে যাবার সুযোগ পেয়েছি।তার মধ্যে আবার রায়গঞ্জে বিধান সভার উপ নির্বাচন হয়ে গেল। এবার দিল্লী গিয়ে রেল মন্ত্রকে যাবো।কিভাবে কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ শুরু করা যায় সে ব্যাপারে আমার আন্তরিকতার সাথে চেষ্টা থাকবে। কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্প একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ প্রকল্প।এর সাথে প্রচুর মানুষের জীবনজীবিকা নির্ভর করে থাকবে শুধু নয় কালিয়াগঞ্জ_ কুশমন্ডি এলাকার মানুষদের ব্যাপক উন্নয়ন ঘটবে এই প্রকল্পের মাধ্যমে।