বে আইনিভাবে শ্রীমতী নদীতে মাটি ভরাট ও গার্ড ওয়াল দেবার পর প্রশাসনিক চাপে গার্ডওয়াল ভেঙে দিয়ে নদী থেকে মাটি তোলার কাজ শুরু
1 min readবে আইনিভাবে শ্রীমতী নদীতে মাটি ভরাট ও গার্ড ওয়াল দেবার পর প্রশাসনিক চাপে গার্ডওয়াল ভেঙে দিয়ে নদী থেকে মাটি তোলার কাজ শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ মে :অবশেষে প্রশাসনের তৎপরতায় কালিয়াগঞ্জ শ্রীমতী নদীতে বেআইনি ভাবে জমি দখল করে সেখানে গার্ড ওয়াল দেবার পর ট্রাক্টর দিয়ে সেই জমিতে প্রচুর মাটি ফেলার পর প্রশাসনের কঠিন চাপের কাছে নতি স্বীকার করে একরকম বাধ্য হয়ে পৌরসভা ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে মুচ লিকা দিয়ে বাধ্য ছেলের মত পুনরায় ভরাট করা মাটি তুলে নিচ্ছে সেই মালিকালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আমরা কালিয়াগঞ্জ পৌরসভা,থানা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের গুদরী বাজার এলাকায় গত বুধবার মিঠু দেবগুপ্ত নামে এক ব্যক্তি বে আইনি ভাবে শ্রীমতী নদীর মধ্যে গার্ড ওয়াল দিয়ে সেখানে মাটি ভরাট করছিল সেই কাজ বন্ধ করে দিয়েছি।মিঠু দেবগুপ্ত আমাদের বলেছিল তিনি নদীর মধ্যে যে গার্ড ওয়াল দিয়েছিল সেটা ভেঙে দেবে সাথে সাথে নদীর জমিতে যত মাটি ফেলেছিল সেই সব মাটি জেসিপি দিয়ে তুলে নেবে।
সে ব্যাপারে আমাদের তিনি একটি মুচলেখাও দিয়েছিলেন।কথা মত সেই কাজ তিনি শুরু করেছেন বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান। যদিও মিঠু দেবগুপ্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন তিনি তার নিজের জমিতে গার্ডওয়াল এবং মাটি ফেলেছিলেন।তবে প্রশাসন বলেছে নদী থেকে যেহেতু প্রশাসন তাকে বলছে সেই জন্য তিনি নাকি তাদের কথাকে সন্মান জানিয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠু বাবু জানান তার নামে থানায় অভিযোগ দা য়ের করা হবে যেটা বলা হয়েছে সেটা অন্যায় ভাবে বলা হয়েছে। মিঠু দেবগুপ্ত আমাদের বলেছিল তিনি নদীর মধ্যে যে গার্ড ওয়াল দিয়েছিল সেটা ভেঙে দেবে সাথে সাথে নদীর জমিতে যত মাটি ফেলেছিল সেই সব মাটি জেসিপি দিয়ে তুলে নেবে।সে ব্যাপারে আমাদের তিনি একটি মুচলেখাও দিয়েছিলেন।কথা মত সেই কাজ তিনি শুরু করেছেন বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান। যদিও মিঠু দেবগুপ্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন তিনি তার নিজের জমিতেই গার্ডওয়াল এবং মাটি ফেলেছিলেন।তবে প্রশাসন তাকে বলেছে যেহেতু নদীর সাথে লাগোযা তাই ১৫ থেকে ২০ ফুট জায়গা বাদ দিয়ে মাটি ফেলতে হবে।।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠু বাবু জানান তার নামে থানায় অভিযোগ দা য়ের করা হবে যেটা বলা হয়েছে সেটা অন্যায় ভাবে বলা হয়েছে। মিঠু দেবগুপ্ত বলেন প্রয়োজনে আমিও আইনের দ্বারস্থ হব বলে তিনি জানান।তবে কালিয়াগঞ্জ শ্রীমতী নদীকে শুধু মিঠু দেবগুপ্ত একাই নয় গ্রাস করছে ব্যাপারটা সেটা নয়।শ্রীমতী নদীকে গ্রাস করতে তৈরি হয়েছে মিঠুর মত অসংখ্য মাটি মাফিয়া দালাল রাজ।